শিয়া সুন্নির ইতিহাসটা বললাম।

মহরম সুন্নি মুসলমানদের জন্য অস্বস্তির কারণ। নবীর নাতিকে পৌত্তলিক কুরাইশরা হত্যা করলে এই দিন শিয়া সুন্নি বলতে কিছুই থাকত না। ইহুদীরা মারলে তো কথাই নেই এটা হতো ঘৃণা জানানোর একটা মোক্ষম যুক্তি। মার্কস পর্যন্ত নিজেকে ধিক্কার দিতেন! কপাল খারাপ! মহরম হচ্ছে ইসলামের গৃহযুদ্ধ। ইসলাম শান্তি নয় ক্ষমতার লোভ জন্ম দিয়েছিলো।

শুরু করেছিলো আবু বকর, ওমর আর আলী। মাঝখানে আবু সুফিয়ান অন্য এক সুদূরপ্রসারী প্রতিশোধের খেলা শুরু করেছিলো গোপনে।

মুসলমানদের ৯০ ভাগ হচ্ছে সুন্নি। এই সুন্নিরা হচ্ছে নবী মুহাম্মাদের উপর প্রতিশোধ নেয়ার শপথ করা আবু সুফিয়ানদের বংশধর, গ্রুপ। মূলত আবু সুফিয়ান মুহাম্মদ মারা যাবার পর তার উত্তরাধিকারদের হাতে ইসলাম ছেড়ে দেয়। শুরুটা করে আবু বকর ও ওমর। ক্ষমতার জন্য নবীর একাধারে চাচাতো ভাই ও মেয়ে জামাই আলীকে ক্ষমতা নিতে বাধা দেয়। মুহাম্মদ তার সাম্রাজ্যের উত্তরাধিকার আসলে আলীকেই দিয়েছেন। আবু বকর আর ওমর বলতে থাকে নবীর কোন উত্তরাধিকার হয় না। আসলে তো আলী নবীর উত্তরাধিকার হতে চায়নি, হতে চেয়েছে পরবর্তী বাদশাহ। সাম্রাজ্যের সঙ্গে নবীনত্বের কোন সম্পর্ক নেই। ইহুদীদের একটা বড় খেজুর বাগান গণিমত হিসেবে মুহাম্মদ ভাগে পেয়েছিলেন। এটা ফাতিমা নবীর মৃত্যুর পর পিতার সম্পত্তি হিসেবে দখল নিতে গেলে আবু বকর বাঁধা দেয়। যুক্তি দিয়ে বলে নবীর কোন উত্তরাধিকার হয় না।

আবু সুফিয়ান নবীর সাহাবী হিসেবে মর্যাদা পান। অথচ আবু সুফিয়ান মক্কা দখলের এক সেকেন্ড আগেও চরম ইসলাম বিরোধী ছিলেন। মুহাম্মাদকে নবী মানতেন না। মক্কা দখলের পর কুরাইশ শীর্ষ নেতা আবু সুফিয়ানকে ইসলাম গ্রহণ করলে সাধারণ ক্ষমার প্রস্তাব দেয়া হয়। বিচক্ষণ আবু সুফিয়ান বুঝেছিলেন ইতিহাস ইসলামের পক্ষে। একে অস্বীকার করা যাবে না। মক্কার অলিতে গলিতে তখন সন্তান হারানো মায়ের বিলাপ। পুত্র মাবিয়া আবু সুফিয়ানকে বললেন, আপনি কি করে এই লোকটির প্রস্তাব মেনে নিতে যাচ্ছেন? এর হাতে আমার ভাইদের মরতে হয়েছে...

আবু সুফিয়ান বললেন, প্রতিশোধ নেয়ার এটাই সুযোগ। প্রয়োজনে বংশপরম্পরায় এই প্রতিশোধ নিতে হবে...

আবু সুফিয়ান মুহাম্মাদকে শর্ত দেন তার পুত্র মাবিয়াকে মুহাম্মাদের খিলাফতের গুরুত্বপূর্ণ একটি পদ দিতে হবে। এভাবেই শুরু। আবু সুফিয়ানের নাতি ইয়াজিদের বাহিনী ইমাম হোসেনের কাটা মাথা বর্শায় গেঁথে এই অবস্থায় আসরের নামাজ আদায় করে। তার আগে হোসেনের কাটা মাথা নিয়ে তারা একটু ফুটবল খেলে। ইয়াজিদ হাজ্জাজ বিন ইউসুফকে দিয়ে আবু বকরের নাতিকে হত্যা করে কাবার সামনে সাতদিন লাশ ঝুলিয়ে রাখে। কাবাঘরের সামনে অবরোধ করে সমস্ত কিছু ধ্বংস করতে থাকে।

সেই থেকে সুন্নি (মাবিয়া) ইসলামের কেন্দ্র দখল করে ফেলে এবং ইসলামের ৯০ শতাংশ তারাই হয়ে যায়। শিয়া অর্থাৎ ইসলামের নবী বংশ এখনো মহরম পালন করে আসলে এই ইতিহাসই স্মরণ করে।

বি: দ্র: ইসলামের শিয়া গ্রুপ খিলাফত, গণিমতের মাল, যৌনদাসী, জিহাদ, কাফের, কতল, সুন্নিদের যা যা বিশ্বাস বা লক্ষ্য আছে সবই অনুসরণ করে। মুদ্রার এপিঠ ওপিঠ আর কী। আমি শুধু শিয়া সুন্নির ইতিহাসটা বললাম।

©সুষুপ্ত পাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted