About Us

যারা Banglarjanala লেখা পাঠাতে চান,  ইমেইল- fourlimbed@gmail.com করতে অনুরোধ করছি। আমরা আপনাদের ডকুমেন্ট চতুরঙ্গ প্রকাশের ব্যবস্থা করব। চতুরঙ্গ যে কোন ধরনের “বাঙ্গালীর” প্রগতিশীল, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত রচনাকে স্বাগত জানায়। লেখকরা কোন পারিশ্রমিক দাবী করতে পারবেন না। বিশেষজ্ঞ কিংবা অবিশেষজ্ঞ সকল পেশার পাঠক, গবেষক, ছাত্র, নারী কিংবা তরুন সমাজ চতুরঙ্গ অভীষ্ট লেখক হিসেবে বিবেচিত হতে পারেন। Banglarjanala সে সমস্ত ‘মৌলিক’ রচনাকেই সর্বাগ্রে গুরুত্ব দেয় যা আগে কোথাও (ইন্টারনেটের ব্লগ, ফোরাম কিংবা পত্র-পত্রিকায় ) প্রকাশিত হয়নি। তবে প্রকাশ হয়েছে এমন লিখাও পাঠাতে পারেন। লেখা নির্বাচনের ক্ষেত্রে সম্পাদকের রায়ই চুড়ান্ত।


বাংলার জানালায় লেখার আগে এই দশটি ব্যাপার ভালো করে পড়ে নিন।

১. আপনার বিশ্বাস অথবা অবিশ্বাস কোনটাই শেষ সিদ্ধান্ত নয়। তাই ধর্মে অথবা পরকালে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কিছু সস্তা ফিলোসফিক্যাল কথা লিখে পোস্ট দিবেন না।
২. আস্তিক বা নাস্তিক কারো বিশ্বাস অবিশ্বাসকে হেয় করে লেখা লিখবেন না। হেয় করা যৌক্তিক আলোচনা এক জিনিস না।
৩. যখন কোন সমস্যার কথা লিখবেন সাথে তার সম্ভাব্য যৌক্তিক সমাধানগুলোও লিখবেন।
৪. একমাত্র বৈজ্ঞানিক সিদ্ধান্ত ব্যতিত বাকি বিষয়গুলোতে শুধু লেখকের বক্তব্যই নয় মন্তব্যকারীর ব্যক্তিগত মতামতের পক্ষে বিপক্ষে আলোচনাকেও গুরুত্ব দিয়ে দেখবেন।
৫. ফিলোসফিক্যাল এবং তাত্ত্বিক আলোচনার চেয়ে বাস্তব সমস্যা এবং এর বাস্তবিক সমাধান নিয়ে লেখায় গুরুত্ব দিন।
৬. ধর্মীয় বিষয়ে পক্ষে হোক বা বিপক্ষে অপ্রয়োজনীয় কূটতর্ক বা বিদ্বেষ ছড়ানো যাবে না। পক্ষে লিখুন বা বিপক্ষে শুধু মাত্র সস্তা জনপ্রিয়তার জন্য ধর্মের ব্যাবহার থেকে বিরত থাকুন।
৭. বিখ্যাত ব্যক্তিদের অপ্রয়োজনীয় স্তুতি বা সমালোচনা বর্জন করুন। যেমন শেখ মুজিব বা মোহাম্মদ এই জাতীয় লোকদের সব কিছুতে টেনে এনে উটকো ঝামেলার দরকার নেই।
৮. বিশ্বমননকে গুরুত্ব দিন। বাংলাদেশের সাথে কোন ব্যক্তি বা দেশের তিক্ত সম্পর্ক আছে বলেই তাকে খারাপ প্রমানের চেষ্টা থেকে বিরত থাকুন।
৯. গণতন্ত্র, পরিবেশ সুরক্ষা এবং মানবাধিকারকে আপনার লেখায় গুরুত্ব দিন।
১০. রেফারেন্স দেয়ার সময় লিখিত বই, পিয়ার রিভিউ জার্নাল বা ভাল ওয়েবসাইট থেকে দিন। উইকিপিডিয়া বা কোরা ডটকম জাতীয় ওয়েবসাইট থেকে রেফারেন্স দিবেন না।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................