নীতিমালা
Banglarjanala জগতে আপনাকে সুস্বাগতম!
ব্লগ লেখার ধরণ এবং বিষয়বস্তু:
১। ব্লগ লেখার ভাষা অবশ্যই বাংলা হতে হবে।
আমরা চাচ্ছি, একটি ব্লগ-পোস্টের পেছনে লেখকের মনন, প্রজ্ঞা ও
মনোযোগের ছাপ থাকুক। লেখক যেমন সময় নিয়ে তাঁর লেখাটি লিখবেন, তেমনি
পাঠকরাও সময় নিয়ে তা’ পড়ে মূল্যায়ন করবেন।
২। উপমহাদেশের ইতিহাস-ঐতিহ্য,
স্বাধীনতা-সার্বভৌমত্ব, সংস্কৃতি, মুক্তিসংগ্রাম ও অসাম্প্রদায়িকতার
আদর্শকে আক্রমণ করে লেখা পোস্ট, মন্তব্য বা যে কোন কিছুর ব্যাপারে আমরা
বড়োই অনমনীয়, ক্ষেত্রবিশেষে কঠোর। এমন নিদর্শন মডারেটরবৃন্দ যে কোন সময়
অপসারণ করতে পারেন।
৩। আমরা ব্যক্তির বাক-স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু অপব্যবহারের ফলে অন্য কারও বিশ্বাসকে কটাক্ষ করাকে
সমর্থন করি না। অন্য কারও বিশ্বাসকে আঘাত না করে, পরমতসহিষ্ণু ভাষায় নিজের
বিশ্বাসের কথা লেখা যাবে। তবে, অবশ্যই নিজের বিশ্বাসের প্রচারণামূলক কোন
লেখা প্রকাশ করা যাবে না।
৬। পোস্ট বা মন্তব্যে অন্যত্র প্রকাশিত
উপাদান ব্যবহার করলে তার সূত্র উল্লেখ করা প্রয়োজন। যেসব লেখার স্বত্ত্ব
সংরক্ষিত সেগুলোর ক্ষেত্রে লেখক বা স্বত্ত্বাধিকারীর কাছ থেকে প্রয়োজনীয়
অনুমতি নিতে হবে।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................