"সেকুলার এবং বামপন্থী দের কাছে আমার সোজা সুজি কথা"
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ
আপনারা সেকুলার, মানবতা বাদী। আপনাদের সহোদর আর এক রাজনৈতিক দল ধর্ম মানেন না, ধর্ম আপনাদের কাছে সমাজের জঞ্জাল। আপনারা সবাইকে নিয়ে সমান ভাবে চলতে চান । খুব ভালো কথা। এমন কথা, আপনারা ই কিন্তু প্রথমে বলেননি। আপনাদের এই সব মত বাদ (মানবতা বাদ এবং সব মানুষ সমান) তৈরী হওয়ার বহু হাজার বছর আগে এই সব কথা 'মানব সমাজে' প্রচলিত ছিলো এবং সেই সমাজের একটি পরিবারে আমার জন্ম।
আমার দেশ কে এবং সেখানে যারা বাস করে, আমি সেই দেশ এবং দশ কে ভালো বাসি। সেই ভালো বাসার পাঠ আমি কোনো ভাবেই আপনাদের কাছ থেকে নেবো না। কারন বলবো না ,তাতে আপনাদের মনে আঘাত লাগবে।
আপনারা যাদের পোষ্য বানিয়ে ,তাদের সংগে চলছেন আর সেকুলারিজিম এর কথা বলছেন, তারা, আমার বয়ষ যখন ১৬ বছর ছিলো, তখন আগুনে পুড়িয়ে মারার সব চেষ্টা করেছিলো,পারেনি। যে ঈশ্বরকে আপনারা মানেন না, তিনি না বাচালে আজ আমি বেচেই থাকতাম না। সেই পোড়া দাগ শরীরে নিয়ে আমি সারা জীবন ঘুরে বেড়াচ্ছি। বলতে পারেন বা জিজ্ঞাষা করতে পারেন আপনাদের সেই মহান বন্ধুদের, আমি কি দোষ করেছিলাম???????? আমি জানি, বলবো???? বলি, কারন আমার চৌদ্দ পুরুষ এক বিশেষ সংষ্কৃতি, আধ্যাত্ম চিন্তা ভাবনা এবং তার মত নিয়ে চলতেন সেই জন্য । আর কোনো কারন নেই। এ শুধু আমি নই, প্রায় ৩৫ মিলিয়ন (সাড়ে তিন কোটি--যার মধ্যে আপনাদের অনেকের বাবা মা বা পিতা মহ,মাতা মহ পড়েন।) তাদের সবার দোষ।
আপনাদের ঐ মহান বন্ধুদের জন্য আমি সারা জীবন এখানে ওখানে ভবঘুরের মতো ঘুরে বেড়িয়ে এই শেষ বয়ষে একটু শান্তির জন্য ফিরে এসেছি আমার দেশে। তা আপনারা এবং আপনার প্রিয়তমেরা বোধ হয় শান্তিতে থাকতে দেবে না। সবাই মিলে মিশে আমার দেশের এবং আমার প্রিয় মানুষ গুলোর সাড়ে সর্ব নাশ করে ফেলেছেন। সামান্য যা বাকি আছে তা আমি মরার আগে দেখেই যাবো।
হ্যা, আমি একজন হিন্দু, ভারতীয় এবং বাঙ্গালী। এই তিনটি ই আপনাদের না পছন্দ। তাই আমিও আপনাদের একদম পছন্দ করি না। রোজ স্নানের সময় আমার পোড়া দাগ গুলো আমাকে স্মরন করিয়ে দেয় আপনাদের এবং আপনাদের বন্ধুর কথা--তা আমি কী করতে পারি??????
আমি পেশায় চিকিৎষক, এবং সেই পেশায় আমি কাউকে তফাত করি না। কিন্তু ব্যাক্তিগত জীবনে আমি আপনাদের পছন্দ করি না-- হ্যা আপনারা আমার না পছন্দ। আমি লিখি, সেটা আমার নেশা। ভুল ভ্রান্তি থাকতে পারে,কারন আমি আপনাদের মতো পন্ডিত নই। আর কি লিখি জানেন, লিখি আমি যে আধ্যাত্ম বাদ মেনে চলি সেই মতবাদ এবং যারা সেই পথের পথিক তাদের জন্য। আমি আপনাদের বিষয়ে বেশী লিখতে চাই না,কারন সেটা সময়ের অপব্যবহার। কিন্তু আপনারা যখন গায়ে পড়ে আমার পিঠে সুড় সুড়ি দেন তখন আমার অসুবিধা হয়--কারন পোড়া দাগ টা আমার পিঠে। আর আমার অসুবিধা হলে প্রতিবাদ করার অধিকার আমার আছে। আপনারা আমার পিঠ চুলকানো বন্ধ করুন আমি কিছুই লিখবো না ঐ সব কথা।
আপনারা আমার অতি প্রিয় একটি প্রানীর মাংস খাবার ব্যাপারে অতি উৎসাহী। শুধু যে ঢাক ঢোল পিটিয়ে সেই মাংস খাবার উৎসব করেন তাই নয়, দুদিন আগে একজন সেকুলার, মিটিং করে বলেছেন "অবশ্যই খাবেন", খান কে বারন করছে ?? সারা দুনিয়া খায়, কিন্তু সেটা পয়ষা খরচ করে মিটিং করে ফলাও করার কি আছে???? আমি ঐ বিশেষ প্রানী টিকে কেনো ভালো বাসি জানেন?? ওর চোখের দিকে তাকালে আমার মায়া হয়। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মায়ের বুকের দুধে কম হতো। তাই ওই প্রানীটার দুধ খেয়ে আমি বেচে ছিলাম। কি করে সেই প্রানী টাকে কেটে খাই??? জানি আপনারা এই সব বুঝবেন না।
শুনুন। এই পৃথিবীতে কতো মানূষ কতো কী খায়। কথায় বলে না--"পর রুচি পরনা আর আপ রুচি খানা"। দেখুন, আমাদের বাড়ীর পাশে মানুষে আরো কতো কি খায়। পছন্দ হলে শুরু করে দিতে পারেন--- হ্যা, কম্বোডিয়া, ভিয়েতনামে (আপনাদের বহু কমরেড বাস করে ওখানে) এগুলো খায়। আমার নিজের তোলা ফোটো।
এর পর যদি আমাকে গালাগাল দিতে হয় বা শ্লেষ করে কিছু বলতে হয় তাহলে আমার সামনা সামনি এসে বলবেন, আমার ব্যাক্তিগত ফেসবুক পেজে এসে নয়--- এখান থেকে কেটে পড়ুন, তাহলে আমি আমার ধর্ম মতের কিছু বন্ধু নিতে পারি। ভালো থাকুন।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................