সেতো শ্রী রাম চন্দ্র ,শ্রী কৃষ্ণ সবাই মিথ বা গল্প কথা। রাম চন্দ্র সেই ৭৫০০ বছর আগের কথা আর শ্রী কৃষ্ণ ৫০১৮ সাল আগে। কিন্তু মুশকিল হলো, রাম সেতু কে আর গল্প বলা যাচ্ছে না কারন নাসা মেনে নিয়েছে ওটা মানুষের তৈরী কিন্তু বলতে পারছে না সে কোন মানুষ? শ্রী কৃষ্ণের দ্বারকা এই সেদিন সমুদ্রের জলের তলায় খুজে পাওয়া গেছে। অর্থ্যাত, বৈজ্ঞানিকেরা যতো দিন কিছু খুজে পাবেন না, ততো দিন রামায়ন বা মহাভারত সব গল্প কথা।
মহারাজ বিক্রমাদিত্য ও গল্প কথা। কারন তার সাম্রাজ্যের বিস্তার ছিলো প্রায় সমগ্র এশিয়া নিয়ে।
তবুও মক্কেশ্বর শিব মন্দির হয় কাবা শরীফ, রাজা ভরতের রাজ্যের এক রাজধানী হয় তাসখন্দ। কিন্তু হিন্দু ইতিহাস বলে= রাজা তক্ষক , যিনি রাজা ভরতের বড়ো ছেলে , তার একটি রাজধানী তক্ষশীলা অপরটি তাস খন্দ। তক্ষক খন্দ= তখসক খন্দ= তাসখন্দ।
তক্ষশীলা এখন পাকিস্তানে , তাসখন্দ এখন উজবেকিস্তানে।
মোঘল সম্রাট বাবুর এসেছিলো ফারগানা থেকে। সেখান থেকে উৎখাত হয়ে পালিয়ে এসে চরম বর্বরতার সঙ্গে দখল করে দিল্লির কিছু অঞ্চল। কিন্তু সে কি ভুলে গেছিলো তার সাধের রাজ্য কে? না আবার চলে যায় কাবুলে এবং সেখানেই সে মরে।
এখন যদি বলা হয় সমগ্র আরব দুনিয়ে এক সময় মহারাজ বিক্রমাদিত্যের আধীনে এসেছিলো তাহলে কটু কথা বলার কমতি কিছু নেই।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................