ইসলাম যে তাত্ত্বিকভাবে কত দুর্বল খ্রিস্টান ধর্ম থেকে সেটা এই বিতর্ক থেকে আবার প্রমাণিত হয়েছে।

এনায়েত আব্বাসী তারেক মুনায়ের কিংবা মিজানুর রহমান আজহারীর মতই প্রভাবশালী ওয়াজী। তাকে গ্রামের একজন সাধারণ লোক রীতিমত নাস্তানাবুদ করেছে। ইসলাম যে তাত্ত্বিকভাবে কত দুর্বল খ্রিস্টান ধর্ম থেকে সেটা এই বিতর্ক থেকে আবার প্রমাণিত হয়েছে। হযরত মুহাম্মাদ একমাত্র নবী পরকালে মানুষের জন্য সুপারিশ করতে পারেন সাধারণ মুসলমানদের এই বিশ্বাসকে লোকটি কুরআন থেকে দেখানোর চ্যালেঞ্জ করেন তখন এনায়েত আব্বাসী তার দলবল নিয়েও সেটা প্রমাণ করতে পারেননি। বরং কুরআন বলছে সেইদিন কারোর সুপারিশে কাজ হবে না!

এনায়েত আব্বাসীর থতমত খাওয়া ছিলো উপভোগ্য। কারণ কুরআনের একেক জায়গায় একেক কথা বলা আছে। কোথাও পরিস্কার বলা নেই মুহাম্মদ সুপারিশ করতে পারবে। যেমন ইসমাইলকে কুরবানী দেয়া হয়েছে কুরআনের কোথাও একথা বলা নেই। তাহলে মুসলমানদের এই দাবীগুলোর ভিত্তি কি? শুধু অনুমান!

কুরআন থেকে ৫ ওয়াক্ত নামাজের নিয়ম কেউ দেখাতে পারবে না। কুরআনের সুরার নামকরণগুলো মানুষ করেছে। সুরাগুলো নাযিলের সময় ধারাবাহিকতা রক্ষা না করে বড় থেকে ছোট ক্রম সাজানো হয়েছে। কথিত লওহে মাহফুজে কি এইভাবে কুরআন সাজানো আছে? ছাগলে খাওয়া আয়াত সম্পর্কে হাদিসের কথা তুলে লোকটি ফাপঁবাজ মোল্লাদের আরো বেকায়দায় ফেলতে পারত। কিন্তু তাতে লোকটার বিপদ আরো বাড়ত। আব্বাসীর একটা ওয়াজ আমার পেইজে আছে যেখানে মুরতাদদের কুত্তাকুপানি দেয়ার হুংকার দিয়েছিল। তর্কে হারলে জিহাদ বেড়ে গেলে কি করত বলা যায় না!

এনায়েত আব্বাসীর একটি ভিডিও ফেইসবুকে ঘুরছে। গ্রামের এক লোক ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় আব্বাসী তার দলবল নিয়ে পাকড়াও করেছে। সবচেয়ে আকৃষ্ট দিক ছিলো খ্রিস্টান হওয়া লোকটির সাহস ও কুরআনের উপর দক্ষতা। ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ বা অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ হচ্ছে ফুটন্ত কড়াই থেকে আগুনে ঝাঁপ দেয়া। কিন্তু এখানে যেটা আমাকে মজা দিয়েছে ইসলাম নিয়ে মুসলমানদের সুপ্রিমিটির দর্পচূর্ণ দেখে। প্রায় সব মুসলমান যুক্তি প্রমাণ দিতে এসে কুরআন হাদিসের রেফারেন্স দেখান। যেমন যীশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি। মুসলমানদের এই দাবীর পক্ষে প্রমাণ হচ্ছে কুরআন হাদীস! এটা তো প্রমাণ নয়। এগুলো হচ্ছে বিশ্বাস। ইসলামী বিশ্বাস দিয়ে খ্রিস্টানদের বিশ্বাসকে বাতিল করা যায় না। দুটোই অন্ধবিশ্বাস। কিন্তু মুসলমানরা এসব নিয়ে বাহাসের আয়োজন করে প্রমাণ হিসেবে কুরআন এগিয়ে দেয়। কুরআনের বিশ্বাসযোগ্য নিয়ে তখন যদি প্রশ্ন তোলা হয় তখন ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগ তোলা হয়। এনায়েত আব্বাসী বারবার সেই চেষ্টা করেছেন এবং ধর্ম ত্যাগকারী লোকটি বুদ্ধিমত্তার সাথে বারবার সেটা এড়িয়ে গেছেন।

https://m.facebook.com/story.php?story_fbid=780035215850590&id=2042354479153212

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted