নোয়াখালী দাঙ্গার পর মহাত্মা গান্ধীর দুটি বিখ্যাত উক্তি।

#নোয়াখালী দাঙ্গার পর মহাত্মা গান্ধীর দুটি বিখ্যাত উক্তি:-
১) “আমার ভগিনীর শ্লীলতাহানি যে মুসলিম করত আমি সেই মুসলিমের পায়ে চুম্বন করতাম"
২) "কোনো হিন্দু বা শিখ নারীকে কোন মুসলিম ধর্ষনের ইচ্ছা প্রকাশ করে তো সেই নারীর উচিত নয় তাকে বিমুখ করা বরং উচিত তাকে সহযোগিতা করা দাঁতে জীভ চেপে মৃতের মত পড়ে থাকা! নাহলে যে সাম্প্রদায়িক সম্প্রীত নষ্ট হয়ে যাবে।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি বিকেল ৪.৫০ মিনিটে গান্ধী রুটিন মাফিক সর্বধর্মীয় প্রার্থনা সভায় বক্তব্য দিতে বের হন। তাঁকে বের করতেন দুজন তরুণী। এদের কাঁধে ভর দিয়ে বের হতেই নাথুরাম গডসে খুব কাছ থেকে গান্ধীজিকে রিভালবার থেকে গুলি করে। দু মিনিটেই স্তব্ধ হয়ে যায় আরেকটি ইতিহাসের অধ্যায়।ফাঁসির আগে নাথুরামের শ্লোগান ছিলো ?#অখন্ড_ভারত_অমর_রহে।আজকের এই দিনে সে ভারত মাতার প্রকৃত সেই সন্তান নাথুরাম গডসে কে শ্রদ্ধার সাথে স্মরণ করি,......
সময়র প্রয়োজনে এই সময়ে ভারতে আরেক জন নাথুরাম গডসের প্রয়োজন অনুভব করছি।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted