উপহার, নাকি পরীক্ষা, নাকি গজব? কী ভাবছেন?

যে অসুখ চীনে হারাম খাবারে ছড়ালে গজব বলা হয়, ঐ একই অসুখ সৌদিতে হালাল খাবারে ছড়ালে কী বলা হবে?

বর্তমানে যে ভাইরাসটি নিয়ে আলোচনা চলছে সেটিকে বলা হচ্ছে নোভেল করোনাভাইরাস বা nCoV। এর আগেও চীন সহ নানা দেশে দেখা দিয়েছিল সার্স করোনাভাইরাস। কিন্তু সবচাইতে চমকপ্রদ তথ্য হল ২০১২ সালে আরেক ধরণের করোনাভাইরাস দেখা দেয়, কোথায় জানেন? সৌদি আরবে!! হ্যাঁ, মুসলিমদের পবিত্রতম ভূমি সৌদি আরবে! রোগটিকে বলা হয় Middle East Respiratory Syndrome বা সংক্ষেপে MERS, আর ভাইরাসটিকে বলা হয় মার্স করোনাভাইরাস। এই করোনাভাইরাসটি আশেপাশের আরব দেশগুলোতে এমনকি আরও অনেক দেশে ছড়িয়েছিল এবং অনেকেই মারা গিয়েছিল। আর ভাইরাসের উৎস কী ছিল জানতে চান? উট! হ্যাঁ উট! যারা মাংস খাওয়া আর মূত্র পান করা উভয়ই হালাল! তাহলে এবারে সেই শুরুর প্রশ্নে ফিরে যাই, এটিকে কী বলবেন? উপহার, নাকি পরীক্ষা, নাকি গজব?
কী ভাবছেন? লজ্জা লাগছে? নিজের যুক্তি আপনাদের নিজেদের কাঁধেই যখন বুমেরাং হয় তখন আপনাদের কেমন বিব্রতকর অবস্থা হয় তা আমরা ভাল করেই জানি। তাই সে কথা আর না বাড়াই!
sound: https://www.bensound.com

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted