#হাজার_বছরের_পরাধীনতার_দায়_কার???
এই প্রশ্নটির উত্তর অনেকেই হয়তো বলবেন আমাদের তৎকালীন হিন্দু রাজা-জমিদাররা মদ এবং নারীতে আসক্ত ছিলেন সেজন্য তারা বহিরাগত সন্ত্রাসীদের প্রতিরোধের জন্য শক্তিশালী বাহিনী এবং প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র মজুদ রাখেনি। আবার অনেকে বলবেন তৎকালীন হিন্দু রাজারা ঐক্যবদ্ধ ছিলেন না।
আচ্ছা আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ কি মদ এবং অবৈধ নারী সঙ্গ পরিত্যাগ করতে বলেনি??? ঋকবেদ সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ থাকতে বলেনি?? বলেছে কিন্তু আমরা তা মেনে চলিনি। আমরা প্রধান ধর্মগ্রন্থ থেকে অনেক দূরে সরে এসেছি। এখনো আমরা বেদ থেকে অনেক দূরে সরে আছি। কেউ কেউ বলে বেদ কলিযুগে অচল😢😢😢
আমরা প্রায় সবাই জানি অস্ত্র শিক্ষা গ্রহণ করা এবং পরিচালনা করা একমাত্র ক্ষত্রিয়ের ধর্ম। কিন্তু ধনুর্বেদ বলে অন্য কথা। ধনুর্বেদে লেখা আছে.....
ব্রাহ্মণায় ধনুর্দেয়ং খড্গং বৈ ক্ষত্রিয়ায় চ।
বৈশ্যায় দাপয়েতকুন্তং গদা শূদ্রস্য দাপয়েত।।ধনুর্বেদ: ৭
অর্থাৎ ঈশ্বর ঋষিদেরকে বলেছেন, ব্রাহ্মণদের ধনুক,ক্ষত্রিয়দের খড়গ,বৈশ্যদের তলোয়ার এবং শূদ্রদের গদা পরিচালনার শিক্ষা দিতে শত্রুদের দমন করার জন্য। অর্থাৎ ঈশ্বর আমাদের সবাইকে অস্ত্র শিক্ষা নিতে বলেছেন।
আচ্ছা বলুনতো, ধননুর্বেদের এই কথাগুলো আমরা কয়জন হিন্দু জানি?? আমরা যে জানিনা এই দায়টা কার??? এবং আমরা যে এখনো মানিনা এই দায়টাও কার??
কেউ কেউ বলে সবকিছু পরিত্যাগ করে হাতে অস্ত্রের বদলে মালা জপলেই হিন্দু জাতির উদ্ধার হয়ে যাবে।আরে ভাই... সাফল্যের যেমন শর্টকাট রাস্তা হয় না তেমনি হিন্দু জাতির উদ্ধার শর্টকাট রাস্তায় কখনো সম্ভব নয়।
বাংলাদেশে মাত্র ১৫ লক্ষ বৌদ্ধ এবং ৫ লক্ষ খ্রিস্টান বাস করে কিন্তু তারা প্রতিদিন নির্যাতিত হয় না, হয় ১কোটি ৬০ লক্ষ হিন্দু😢😢😢 (সরকারি হিসেবে কিন্তু আমরা মনে করি ২কোটি)। ভারতে হাতে গোনা বৌদ্ধ এবং খ্রিস্টান আছে কিন্তু তারা ধর্ম নিয়ে লাঞ্ছনার শিকার হয়না এবং ধর্মীয় সদ্গুরুদের প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে মারা হয় না,হয় ১১০ কোটি হিন্দুদের 😢😢😢
কারণ হিন্দুদের কোয়ান্টিটি (যথেষ্ট সংখ্যা) আছে কিন্তু কোয়ালিটি (হিন্দুত্ববাদীর মান) নেই।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................