হিন্দু পুরোহিত ও খৃষ্টান যাজকরা সাম্প্রদায়িক, আর মুসলিম মাওলানারা ধর্মনিরপেক্ষ ?

আজকের ভারতে হিন্দুত্ব :
-----------------------------
আপন শ্বশুরের কাছে ধর্ষিত ইমরানাকে ধর্মীয় নেতারা বলে, ‘তোর তালাক হয়ে গেছে, তোকে এখন তোর শ্বশুরকেই বিয়ে করতে হবে’, তখন ধর্মনিরপেক্ষ নেতাদের টিকি দেখতে পাওয়া যায় না কেনো ?

গুঁড়িয়াকে যখন জোর করে তার স্বামীর কাছ থেকে অন্য এক তথাকথিত স্বামীর বিছানায় তুলে দেয় মোল্লা-মুফতিরা তখন মানবাধিকার রক্ষা সংগঠন কালা হয়ে যায় কেনো ? শত শত মুসলিম নারীর তালাক হয়ে যায় বিনা দোষে তখন অসাম্প্রদায়িক মানুষজন চুপ থাকে কেন ?


অধিকাংশ এখন সংখ্যাগরিষ্ঠের সাম্প্রদায়িকতা রোধে মহান কর্তব্য পালন করছেন তা বুঝতে পারছি । বিজেপি দিল্লিতে ক্ষমতায়, সুতরাং হিন্দু সাম্প্রদায়িকতা এই মুহূর্তে যে বড় বিপদ তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু মুসলিম তোষণ করে হিন্দু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই হবে ? মুসলিম ধর্মীয় নেতারা কবে থেকে ধর্মনিরপেক্ষ ও সাম্প্রদায়িকতাবিরোধী শক্তি হলো ? এবাংলার নেত্রী ইমাম বরকতি, ইমাম শফিক ও পীরজাদা ত্বহা সিদ্দিকীদের মাঝে বসে মাথায় হিজাব পরে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বিজেপির বিরুদ্ধে সংগ্রামে নেমেছেন।

মাওলানা সিদ্দিকুল্লাহর চৌধুরীদের জুনিয়র পার্টনার হয়ে বিজেপির বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছেন !চমৎকার ! হিন্দু পুরোহিত ও খৃষ্টান যাজকরা সাম্প্রদায়িক, আর মুসলিম মাওলানারা ধর্মনিরপেক্ষ ?

কংগ্রেস, লালু, মুলায়ম এবং আমাদের মেকি কম্যুনিস্ট ও মেকি বামপন্থীরা এক নাগাড়ে মুসলিম মৌলবাদিদের পা চেটে এসেছে এভাবেই বিজেপির জুজু দেখিয়ে । তাতে বিজেপিকে ঠেকানো যায় নি, বরং বিজেপি আরো শক্তিশালী হয়েছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছে। সব কিছুতেই আমেরিকার হাত ও ষড়যন্ত্রের গন্ধ শুঁকতে হচ্ছে। আমেরিকার হাত দেখতে পাওয়া যাচ্ছে আইএস, বোক হারাম, আল-কায়দা, তালিবান, লস্কর-ই-তৈবা, হুজি, জেএমবি, ইন্ডিয়ান মুজাহিদ, সিমি, এগুলোর পিছনেও !

ভারতে মুসলিম সন্ত্রাওবাদ কোথাও দেখতে পান না, কিন্তু গাজায় ইহুদি ফ্যাসীবাদ, দেখতে পাওয়া যায় ঠিকই আর ভারতে হিন্দু সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদ !!

এই কারণেই বিজেপির উত্থান হয়েছে। যত মুসলিম মৌলবাদিদের তোল্লা দেওয়া হবে, ততই হিন্দুত্ব তার ডানা মেলবে.......

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted