ইরানের নির্বাচনে একজন ভয়ংকর জঙ্গি জয়ী।

ইরানের নির্বাচনে একজন ভয়ংকর জঙ্গি জয়ী হয়ে প্রেসিডেন্ট হলো তবু বিশ্ব মানবতাবাদীদের কারোর মধ্যে এতটুকু হাহাকার শুনলাম না কেন? আমেরিকাতে ডোনাল্ড ট্রাম, ভারতে নরেন্দ্র মোদি কি সে দেশে কাউকে নির্বাচন করা থেকে জোর করে বিরত রাখতে পারে? আমরা সকলেই জানি তাদের বাপের সাধ্য নেই সেটি করার। কিন্তু ইরানে কথিত নম্রপন্থি বলে পরিচিত লোকজনকে নির্বাচন করতে দেয়া হয়নি। তবু কেউ ফ্যাসিজম দেখতে পেলেন না ইরানে? মুসলমান নামের প্রগতিশীলদের ইসলাম ও মুসলিম জাতীয়তাবাদী প্রীতির কারণে তারা তেহরান তুরস্কে কে প্রেসিডেন্ট হলো সেটি নিয়ে চুপ থাকে, মনে মনে উগ্রবাদীরা ক্ষমতায় আসলে খুশি হয়, সেটি স্বাভাবিক, কিন্তু অমুসলিম লিবারালদের কি সমস্যা? 


ট্রাম-মোদি যদি ফ্যাসিবাদী হয় তাহলে ইরানের সরকার ব্যবস্থা ও সেখানে জঙ্গিদের নির্বাচিত হয়ে আসাকে তারা ফ্যাসিজম হিসেবে দেখেন না কেন? মুসলিম ভোট কমে যাবে বলে? ইসলামিক জঙ্গিরা মার্কিনদের সঙ্গে লড়ছে বলে তারাও আপনাদের বন্ধু? আপনাদের কথা বলতে হবে। হয় প্রকাশ্যে সমর্থন করুন জঙ্গিদের নয়ত বলুন কেন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকেন?

ইরানে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্পর্কে বিবিসির ফার্সি বিভাগের কাসরা নাজি বলেছেন, মি. রাইসির অধীনে কট্টরপন্থীরা ইসলামি অনুশাসন মেনে সরকার পরিচালনার ব্যাপারে আরো কঠোর হবেন যার অর্থ সামাজিক কার্যক্রমের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ, নারীদের কর্মসংস্থান ও স্বাধীনতা কমে যাওয়া এবং সংবাদ মাধ্যমসহ সোশাল মিডিয়ার ওপর আরো বেশি নিয়ন্ত্রণ আরোপ।“।

কি আশ্চর্য দেখুন, ইরানের এরকম একজন নির্বাচিত হওয়ায় কেউ বলছে না ইরানে একজন দানবের জন্ম হলো! কিন্তু ডোনাল্ড ট্রামকে নোয়াম চমেস্কি পৃথিবীর সবচেয়ে বড় দানব বলেছিলো। অথচ ট্রাম্প একটি যুদ্ধও করেননি। একটি মানুষও হত্যা করেননি। কিন্তু ইব্রাহিম রাইসি ১৯৮০ সালে ইরানে গণমৃত্যুদন্ড দিয়ে কথিত উদারপন্থিদের হত্যা করেছিলেন। তার এই ভূমিকায় ইরান জুড়ে তীব্র অসন্তোষ শুরু হয়েছিলো। আমেরিকা আজো তাকে নিষিদ্ধ করে রেখেছে। এখন এই খুনির নির্বাচিত হওয়াকে কি নোয়াম চমেস্কি দানবের নির্বাচিত হওয়া বলবেন না?

আমরা জানি তিনি সেটা বলবেন না। সারা বছর আমরা যেসব লিবারালদের ফিলিস্তিনি, কাশ্মির, রোহিঙ্গ নিয়ে মানবতার জন্য চোখ লাল করে ফেলতে দেখি তাদের এখন দেখব কালো টিনের চশমা পরে আছেন! এই দ্বিচারিতার কারণেই যে দিনকে দিন মোদি-ট্রাম্পদের মত নেতারা বেশি বেশি করে জনপ্রিয় হয়ে উঠছে সেটা এইসব টিনের চশমাওয়ালা কি জানেন?

#সুষুপ্তপাঠক
#susuptopathok

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted