ইসলামী রাষ্ট্র হতে হলে সে রাষ্ট্রের আইন হতে হবে শরীয়া। এটার সঙ্গে কোন আপোষ নাই।

ইসলামী মিশনারী কার্যক্রমের তো নানা রকম কায়দা আছে। এরমধ্যে ইদানিং একটা দেখা যাচ্ছে যেটার কথা বলা উচিত। অনেক বুয়েট মেডিক্যালের "হুজুর" থেকে মসজিদের মাদ্রাসা পড়ুয়া "উদার হুজুর"ও দেখবেন বলবে মুসলমানদের মধ্যে এখন আর ইসলাম নাই ইসলাম আছে তাদের মধ্যে যারা একশ ভাগ ইসলাম পালন করে না সেই অমুসলিমদের মধ্যে। জার্মানি নেদারল্যান্ড সুইডেন সুইজারল্যান্ড জাপান আমেরিকা তাদের দেশগুলো চালায় ইসলাম যেভাবে চালতে বলেছে সেভাবে।


 যেমন ন্যায় বিচার, সততা, ওজনে কম দেয় না। মিথ্যা না বলা। বেশি লাভ না করা। ভেজাল মাল না বেচা। কাউকে না ঠকানো...। এগুলো হচ্ছে ইসলামী রাষ্ট্রের নিয়ম ইসলামের নির্দেশ। এগুলোই ফলো করে অমুসলিমরা সফল হলেও মুসলিম দেশগুলো ইসলামকে অনুসরণ করে না।...

মিশনারী এই বক্তব্যের উদ্দেশ্য দুটি। বলতে চাইছে "প্রকৃত ইসলামী শাসন" কায়েম হলে ইউরোপের মত দেশ সুশৃঙ্খল হয়ে উঠবে। দুই, অলরেডি চোখের সামনে সপ্তম শতাব্দীর বর্বর শরীয়া আইনে যে দেশগুলি চলছে তাকে তাকিয়া করে লোকজনকে বুঝানো তারা প্রকৃত ইসলামী দেশ নয়!

ইসলামী রাষ্ট্র হতে হলে সে রাষ্ট্রের আইন হতে হবে শরীয়া। এটার সঙ্গে কোন আপোষ নাই। এই আইন কি আপনাকে পোশাকের খাদ্যের স্বাধীনতা দিবে? ব্যক্তি স্বাধীনতা দিবে? ইউরোপ আমেরিকা বা এশিয়ার জাপান দক্ষিণ কোরিয়ার মত সুশৃঙ্খল ও সততার সঙ্গে চলা দেশগুলিতে সবার আগে মানুষের ব্যক্তি স্বাধীনতা। এসব দেশে কখনোই কারো ধর্মীয় পরিচয়ের উপর রাষ্ট্রীয় পদ পদবীতে বসা নির্ভর করে না। ইসলামী রাষ্ট্রে কোন অমুসলিম প্রেসিডেন্ট হতে পারবে না। তাদের প্রশাসক হতে দেয়া যাবে না। এগুলোই কুরআনের আইন। আমেরিকা জার্মানির কোন নারীকে কি আদালতে ধর্ষণের প্রমাণ করতে দুইজন সাক্ষী যোগার করতে হয়? ইসলামী আদালতে সেটা লাগবে। সুইডেন জার্মানি আমেরিকা জাপানে কি নারী বলে সম্পত্তিতে ভাইয়ের মত সমান ভাগ পাবে না? ইসলামী রাষ্ট্রের আইন কি মেয়েদের সমান সম্পত্তি দিবে? তাহলে কিভাবে ইউরোপ আমেরিকা ইসলামী শাসন তাদের দেশে অনুসরণ করছে?

আর সততা,  ন্যায় বিচার, খাদ্যে বিশুদ্ধতা, লোক না ঠকানো কি ইসলাম আসার আগে পৃথিবীতে ছিলো না? নাকি এটাও কুরআনের 'প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করত হবে' বলার আগে যেমন কেউ মারা যেত না -সেই রকম! ইসলাম তো জঘন্য দাস প্রথাই উচ্ছেদ করে নাই! সেটা না করে পালক সন্তান নেয়ার মত মানবিক একটি প্রথা বাতিল করেছে পালক ছেলের বউকে শ্বশুর বিয়ে করে! যেন কত বড় জরুরী একটি বিষয় পৃথিবীর জন্য!  ইসলাম তো বাচ্চা তার আগে কয়েক হাজার বছরের পুরোনো সভ্য জাতিরা পৃথিবীতে নৈতিকতা তৈরি করে গেছেন। চীনে কনফুসিয়ান, ভারতের গৌতম বুদ্ধের নৈতিকতার কাছে ইসলামে বক্তব্য তুলনা করে লজ্জ্বা দিতে চাই না। ইসলামের জন্মের সময়ই আরব জাতি ও মদিয়ার ইহুদীরা কি জানত না ওজনে কম দেয়া অন্যায়?  খাদ্যে ভেজাল দেয়া যে রাষ্ট্রীভাবে অপরাধ সেটা গ্রীকরাও তাদের নগর সভ্যতায় প্রতিষ্ঠিত করেছিল। কাজেই এসব বাটপারী কথাবার্তা বলে ধর্মান্ধ মুসলমানদেরই খালি হাততালি মিলবে আর কিছু না।

-সুষুপ্ত পাঠক

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted