সাপের শাপ
এই কাহিনীর সূত্রপাত ঘটে মাস দুয়েক আগে। পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন লেক গার্ডেনস এলাকার বাসিন্দা অর্ণব চ্যাটার্জি। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাসিস্টেন্ট ম্যানেজার হিসেবে বর্তমানে কেরালায় কর্মরত তিনি। গত ২৫ অক্টোবর সকাল সোয়া এগারোটা নাগাদ নিজের বাড়ি থেকে লর্ডস মোড়ের দিকে হেঁটে যাওয়ার সময় আচমকাই তাঁর সামনে এসে দাঁড়ায় গেরুয়াধারী তিন ব্যক্তি, তাদের হাতে সাপ। হ্যাঁ, ঠিকই পড়েছেন, হাতে সাপ।
মুখের সামনে সাপ ধরে ঠাকুর দেবতার নাম করে টাকা আদায় করার পদ্ধতি কলকাতার পথেঘাটে যে একেবারে অপরিচিত এমন নয়। প্রথমে দশ টাকা দিয়ে রেহাই পাওয়ার আশায় ছিলেন অর্ণব, কিন্তু তিন 'সাধু' নাছোড়বান্দা, ১০০ টাকার কমে ছাড়বে না, সুতরাং বড় নোট বের করতে বাধ্য হন তিনি। এবং নোট হস্তান্তরের সময়ই ঘটে বিপত্তি। অর্ণবের হাত থেকে নোটটি নেওয়ার সময় বিচিত্র কৌশলে তাঁর মধ্যমা অর্থাৎ তৃতীয় আঙ্গুল থেকে লাল পাথর বসানো একটি সোনার আংটি খুলে নিয়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী।
লেক থানায় দায়ের হয় অভিযোগ, শুরু হয় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির খোঁজ। বলা বাহুল্য, খড়ের গাদায় ছুঁচ খোঁজার সামিল। অবশেষে সোর্স মারফত খবর পেয়ে ২৬ ডিসেম্বর সন্ধ্যায় ময়দান থানার অন্তর্গত শাহীদ বাবা মাজারের কাছে এক ফুটপাথ থেকে গ্রেফতার করা হয় শাকিব নাথ নামে এক ব্যক্তিকে। আদতে দিল্লীর শান্তি কলোনির বাসিন্দা শাকিব পুলিশি হেফাজতে কড়া জেরার মুখে জানায়, চুরি করা আংটি পাওয়া যাবে মাজারের কাছেই ফ্লাইওভারের নীচে একটি ঝুপড়িতে। সেইমতো উদ্ধার করা হয় আংটি, শেষ হয় আমাদের খোঁজ।
A 'snaky' saga
This story begins about two months ago. Lake Gardens resident Arnab Chatterjee, currently posted in Kerala as assistant manager of a nationalised bank, was home for Durga Puja. On October 25, at about 11.15 am, while walking through Lake Gardens towards Lords Crossing, he was suddenly accosted by three saffron-clad strangers disguised as 'sadhus', carrying snakes in their hands. Yes, you read that right.
Men using snakes to invoke various deities and asking for money are not entirely unfamiliar to the streets of Kolkata. At first, Arnab tried to hand over Rs 10, but the three insisted on a larger amount, so he finally produced a 100-rupee note. But as he was handing it over, one of the men somehow snatched a gold ring fitted with a red stone from Arnab's third finger, and the three men quickly fled.
During their investigation, a team from Lake Police Station searched for the unknown accused in different parts of Kolkata, like needles in a haystack, and finally, on the basis of source information, arrested one Sakib Nath (24) a resident of Delhi's Shanti Colony, from a pavement near Sahid Baba Mazar under Maidan Police Station on the evening of December 26. In custody, the accused was repeatedly interrogated and finally led us to the stolen ring in a shanty located under the flyover near Sahid Baba Mazar.
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................