বাস্তব জীবনে হিন্দু

বাস্তব জীবনে হিন্দু 

১/ হিন্দুরা ৪টা বিয়ে করে না। স্ত্রীকে তালাক দেয় না। হিল্লে বিয়ে করে না।

২/ হিন্দুরা দাসীর সাথে দৈহিক মিলন করে না, পালিত কণ্যাকে বিয়ে করে না।

৩/ রক্তের সম্পর্কের ভাই-বোনের মধ্যে বিয়ে হয় না। বিয়ের রাতেই হিন্দুরা কণের সাথে দৈহিক মিলন করে না।

৪/ অন্যের ধর্মীয় প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলা চালিয়ে মানুষ হত্যা করে না।

৫/ হিন্দুরা কখনো বিধর্মীর সম্পদকে গণিমতের মাল মনে করে না। যুদ্ধবন্দী নারী-শিশুদের দাস বানায় না।



৬/ ৭২টি হুরের লোভের হিন্দুরা কখন মানুষ হত্যা ও জঙ্গি হয় না।

৭/ হিন্দুরা নারীদের গণিমতের মাল বা সরর্ষের ক্ষেত মনে করে না। বরং দেবী রুপে সন্মান করে।

৮/ হিন্দুরা জোরপূর্বক কাউকে ধর্মান্তর করে না। হিন্দু শ্বশুর তার পুত্রবধুকে বিয়ে করতে পারে না।

৯/ হিন্দুরা বিশ্বের যেকোন দেশে নিজেদের হিন্দু পরিচয় দিতে গর্ব করে। কারণ তাদের কেউ জঙ্গি বা সন্ত্রাসী মনে করে না।                                                                                  "গর্ব করে বলো আমি হিন্দু"....স্বামী বিবেকানন্দ।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted