আজ তাই ভারতের নিজস্ব গৌরবময় ইতিহাস জানার ও জানানোর দিন আসছে।

ঔরঙ্গজেবের বাবার নাম জানতে চাইলে ৯৯% লোক পুরো খানদানের পরিচয় দিয়ে দেবে...
ঔরঙ্গজেবের বাবা ছিল শাহজাহান, শাহজাহানের বাবা ছিল জাহাঙ্গীর, জাহাঙ্গীরের বাবা ছিল আকবর, আকবরের বাবা ছিল হুমায়ুন, হুমায়ুনের বাবা ছিল বাবর।
    এদের নামগুলো ঠিকঠাক মনে রাখার জন্য আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়েছিল "বাবার হল আবার জ্বর সারলো ঔষধে"। আচ্ছা এই রাজারা কারা?? এরাতো ভারতীয় নয়, আরব সংস্কৃতির একদল লুটেরা দস্যু। তবে ভারতীয় রাজারা কোথায় গেল?? বৈদেশিক ইসলামিক আক্রমণ প্রতিহত করা সেইসব রাজারা ইতিহাসের হারিয়ে গেল কিভাবে??

  ১. আচ্ছা হর্ষবর্ধনের পিতার নাম ও তাঁর
      পাঁচ পুরুষ আগের বংশধরদের নাম
      আমরা জানি??
  ২. আচ্ছা পৃথীরাজ চৌহানের পিতার নাম
      ও তাঁর পাঁচ পুরুষ আগের বংশধরদের
      নাম আমরা জানি??
 ৩. আচ্ছা সম্রাট অশোকের পিতার নাম ও
      তাঁর পাঁচ পুরুষ আগের বংশধরদের
      নাম আমরা জানি??
 ৪. আচ্ছা মহারাণা প্রতাপের পিতার নাম ও
      তাঁর পাঁচ পুরুষ আগের বংশধরদের
      নাম আমরা জানি??
 ৫. আলেকজান্ডারের সেনাপতির নাম
      ৯০%লোক জানে, আচ্ছা মহারাণা উদয়
      সিং এর সেনাপতির নাম আমরা জানি??
৬. কোন রাজাকে "আলেকজান্ডার অফ
     ইন্ডিয়া" বলা হতো আমরা জানি??
৭. ভারতবর্ষে সব চেয়ে বেশীদিন রাজত্ব করা
     সাম্রাজ্যের নাম চোল। একজন চোলরাজার
      নাম আমরা কজন জানি??
৮. আমরা দাঙ্গা বলতে গুজরাটের নামই জানি।
     অথচ কাশ্মীর genocide এর ব্যাপারে কজন 
      ও কতটুকু জানি ??

 # কেন? ব্যাপারটা এরকম কেন হল? আমার আপনার মনে এরকম প্রশ্ন কেন এল না? কেন ইতিহাসের পাতায় এই প্রশ্নের কোনও উত্তর খুঁজে পাওয়া যাই না। 

বেশীরভাগ মানুষ বলতে পারবে না, কারণ ভারতের প্রকৃত ইতিহাস ইচ্ছাকৃতভাবে জানতে দেওয়া হয়নি। পাঠান - মুঘলদের ইতিহাসই অগ্রাধিকার পেয়েছে পাঠ্যপুস্তক গুলিতে। এর পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল সেকুলারপন্থী ও প্রগতিশীলেরা।

কংগ্রেস বরাবর সেকুলারপন্থী দল। যে কারণের জন্য নেতাজির মত মানুষকে আলাদা করে আজাদ হিন্দ বাহিনী গঠন করতে হয়েছিল। 

1947--1977 কংগ্রেস সরকারের অধীনে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
👇
1)মৌলনা আজাদ।
2)হুমায়ুন কবির।
3)মো: করিম।
4)ফকরুদ্দিন আলী।
5)নুরুল হাসান..

       এবার বুঝেছেন কেন আকবর, বাবর, খলজী, ঔরঙ্গজেব, তৈমুরলঙ, টিপু সুলতান,শাহজান রুপী ভারত আক্রমণকারী ও লক্ষ লক্ষ ভারতীয়দের হত্যাকারীরা আজ ভারতবর্ষের ইতিহাসের বইয়ের পাতায় মহান ?

কেন ভারতীয়দের ভুলতে বাধ্য করা হল --
1) 600 বছরের মৌর্য সাম্রাজ্য।
2) 650 বছরের অহম সাম্রাজ্য।
3) 650 বছরের চালুক্য সাম্রাজ্য।
4) 500 বছরের সাতবাহন সাম্রাজ্য।
5) 1000 বছরের চোল সাম্রাজ্য।
6) 800 বছরের পাড্রু সাম্রাজ্য।
7) 400 বছরের চন্ডিল্য সাম্রাজ্য।
8) 600 বছরের গুপ্ত সাম্রাজ্য।
9) 600 বছরের পল্লব সাম্রাজ্য।

আজ  তাই  ভারতের নিজস্ব গৌরবময় ইতিহাস জানার ও জানানোর দিন আসছে।
আমাদের পাঠ্যক্রমের মধ্যে ভারতের ইতিহাস এর দিকগুলি বিস্তারিত ভাবে লেখার ও ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়েছে।
      

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted