ব্রাহ্মণ্যবাদী বা মনুবাদী কথাটার মধ্যে বাম জিহাদি শিবিরের কত বড় ছক লুকিয়ে আছে সেটা প্রথম উপলব্ধি করি ইনস্ট্যান্ট তিন তালাক সংক্রান্ত আইন পাশ হওয়ার সময় একটি লেখা পড়তে গিয়ে।
লেখকের নাম মনে নেই। উনি লিখেছিলেন, ইনস্ট্যান্ট তিন তালাক ইসলামের মধ্যে থাকা মনুবাদ, তবে বর্তমানে এর ব্যাপকতা নেই।
মানে সেই এক কথা, ভাসুরকে অপমানিত হতে দেবে না! তাই এখানেও কোন টার্ম ব্যবহার করা হচ্ছে? মনুবাদ!
এবার একটি কথা ভাবুন তো! ব্রাহ্মণ্যবাদ বলতে আপনি কী বোঝেন? একটি কাস্টের ওপর অপর কাস্টের দাপট বা অত্যাচার, ওকে?
ইসলাম বা শরিয়তি আইন অন্য ধর্মকে মর্যাদা দেয়? তারা জিজিয়া চাপিয়ে দেয় না? মূর্তি ভাঙার সংস্কৃতিকে প্রমোট করে না?
আপনি কখনো জে এন ইউতে স্লোগান দেখেছেন, শরিয়ত সে চাহিয়ে আজাদি?
এখানেই ছক। বামুনবাদী বলে আক্রমণ করলেও আদতে ওদের লক্ষ্য গোটা সনাতনী সমাজ। যোগেন আলি মন্ডল সাক্ষী।
ডিম পেঁয়াজের স্ট্যাটাস চেক করুন। কোথাও হিন্দু ধর্ম নিয়ে আক্রমণ নেই। ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি চলবে না, এমনটাই বক্তব্য। কিন্তু ওদের আসল লক্ষ্য কী তা কি আপনি জানেন না?! বসিরহাট দাঙ্গার সময় স্লোগান উঠেছিল, আর্য জাতি ভারত ছাড়ো! আসল টার্গেট কারা ছিল বলে মনে হয়?!
আবার বলছি, বাম জিহাদি যখন ব্রাহ্মণ্যবাদকে আক্রমণ করে, রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করে , ভারত সেবাশ্রমকে আক্রমণ করে, অনুকুল , সাঁইবাবাকে আক্রমণ করে, ওরা সেগুলো জাস্ট সিঁড়ি হিসেবে ব্যবহার করে। আসল টার্গেট, সনাতন ধর্ম।
এবার পাল্টা কীভাবে দেওয়া যায়? আমি ব্রাহ্মণ্যবাদী কথাটি প্রমোট করারই বিপক্ষে। তাতে ওদেরই পাতা ফাঁদে পা দেওয়া হয়।
জাতপাত নিয়ে মাতামাতি করলে স্পষ্ট বলে দিন, হিন্দু ধর্মের মধ্যে শরিয়ত আনা চলবে না, শিয়া সুন্নির মতো বিভেদ আনা চলবে না।। সবাই হিন্দু।
হামে চাহিয়ে আজাদি
শরিয়ত সে আজাদি
দেখবেন তো, কী প্রতিক্রিয়া হয়! নিজেই দেখবেন!🙂
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................