ইসলামের সমালোচনা কেন এত করেন? নাস্তিকতার আড়ালে আপনারা আসলে ইসলামবিরোধী!🤔 এই অভিযোগ বা প্রশ্ন বার বার করা হয়। এই FAQ এর উত্তর দিয়েছেন তিনজন পড়ে দেখতে পারেন //⁉✅
1⃣2 Tarulata Tasnim 👇👇
মুসলিমরা বলে দুনিয়াতে সত্যিকারের ধর্মই হল একটা মানে "ইসলাম" আর বাকি সব ধইঞ্চা, অথচ নাস্তিকরা যখন ইসলাম ধোলাই করে তখন এই মুমিনরাই বলে "দুনিয়াতে এত ধর্ম থাকতে খালি ইসলামের পিছে লাগেন কেন"..!
অন্যান্য ধর্মের সন্ত্রাসে আমারা আক্রান্ত নই, সেইসব ধর্মের আচার অনুষ্ঠান পালন করতে বা পালন না করলে, সমালোচনা করলে তারা আমাদের সাথে সন্ত্রাস করেনা, যেমনটা মুসলিমরা করে থাকে।
সন্ত্রাসবাদী ইসলাম ধর্মটি মানুষের উদাসিনতার সুযোগে ব্যাপক মানবতাবিরোধী অপকর্ম করে যাচ্ছে। আরো উপেক্ষা করলে ইসলামী সন্ত্রাস পুরো মানবসমাজে বিশৃঙ্খলা-অশান্তি ঘটাবে। এখন সময় এসেছে সন্ত্রাসবাদী ইসলাম ধর্মটির আসল রূপ সাধারণ মানুষদের জানিয়ে তাদের সচেতন করার।
আপনার এলাকার রাস্তাঘাটে যদি পাগলা কুকুরে একেওকে তাড়া করে বেড়ায়, সন্ত্রাস করে কামড়ায়, তাহলে কি আপনি অন্য এলাকা গিয়ে কুকুর তাড়াবেন? আমার গলিতে-পাড়ায়-মহল্লায় হিংস্র ইসলামী নেকড়ে ঢুকে সন্ত্রাস করছে, আর আমি কি আমার পাড়ার সন্ত্রাসী ইসলামী পাগলা কুকুর-নেকড়ে না তাড়িয়ে সুন্দরবনের নেকড়ে তাড়াতে যাবো?
2⃣ Asif Mohiuddin 👇👇
বিস্তারিত বলছি, হ্যাঁ শুধু ইসলামের পিছনে লাগি কথাটি ঠিক নয়। আমরা সব ধর্মের সমালোচনাই কম বেশি করি। বিশেষভাবে করি ইসলামের সমালোচনা। কারণ আমি একটি মুসলিম পরিবারে জন্মেছি, এবং মুসলিম পরিবার থেকে নাস্তিক হওয়ার সময় যেই প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা ভালভাবে জানি। ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। হিন্দু এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কেও পড়ালেখা করেছি, কিন্তু সেগুলো বর্তমান সময়ে মৃতপ্রায় ধর্ম। বিষহীন সাপের মত মাঝে মাঝে ফোঁস ফোঁস করে।
নিরপেক্ষ হওয়ার জন্য আফ্রিকার ভুডু ধর্ম কিংবা প্রাচীন গ্রীসের ধর্ম, দেবতা জিউস থর হোরাস ইত্যাদির সমালোচনা করার কোন উপযোগ নেই। কারণ সেসব ধর্মের মানুষ এখন খুঁজে পাওয়া মুশকিল, পাওয়া গেলেও তারা আমার বাঙলা স্ট্যাটাস পড়বে না, আর পড়লেও তাদের কিছু যাবে আসবে না। কারণ তারা এই সময়ে ধর্ম রক্ষার জন্য চাপাতি নিয়ে কোপাকুপি করে বলে মনে হয় না। হুরের লোভে আত্মঘাতি বোমা হামলা করে না। নিরীহ মানুষ মেরে কাফের হত্যার আনন্দ পায় না।
ছোট্ট পরীক্ষা হয়ে যাক। আমি মা কালী নিয়ে একটা কার্টুন ছাপি, যীশু, মোসেস এবং জিউসকে নিয়ে, বুদ্ধ এরপরে মুহাম্মদকে নিয়ে একটি কার্টুন দিই। কোন কার্টুনের জন্য আমাকে মৃত্যুদণ্ড দেয়ার ঘোষণা হতে পারে? ভেবে বলেন তো।
আপনার শরীরের কোন অংশে পচন ধরলে আপনি যেই অংশটাতে বেশি পচন ধরেছে সেই অংশটুকুই তো আগে অপারেশন করে কেটে ফেলেন। নাকি নিরপেক্ষ হওয়ার জন্য পুরো শরীর কেটে ফেলে দেন? বা অল্প পচন ধরা অংশও কেটে ফেলেন? বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে পচন না ধরা অংশও কেটে ফেলেন? কোনটা করেন?
বা ধরুন আপনার হাঁটুতে চুলকাচ্ছে। আপনি কী নিরপেক্ষতার স্বার্থে সারা শরীর সমানভাবে চুলকান? নাকি শুধু হাঁটুতেই চুলকান?
3⃣ Dalim Hossen 👇👇
১. পৃথিবীতে অন্য ধর্মাবলম্বীরা পৃথিবী ব্যপি চিৎকার করে বলে বেড়ায় না যে আমাদের ধর্মই সঠিক আর বাকি সব ধর্ম ভূল। মিথ্যা ও কুসংস্কার হওয়া সত্ত্বেও যদি মুসলমান ধর্মব্যসায়ীরা পৃথিবী ব্যাপি আমরাই শ্রেষ্ঠ, আমরাই সঠিক বলে এত চিৎকার করে বেড়ায়, স্বাভাবিকভাবে সচেতন ও বুদ্ধিদীপ্ত মানুষগন প্রতিবাদ করবেই। এর ইসলাম ধর্মের ধর্ম ব্যবসায়ীরা যেহেতু ইসলাম শ্রেষ্ঠ ও সঠিক বলে মিথ্যা প্রচার করে সাধারণ ও সরল বিশ্বাসি মানুষদেরকে ধোকা দিচ্ছে, বিবেকবান সচেতন মানুষের নৈতিক দায়িত্ব হয়ে দাড়ায় যে এ সকল ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উম্মোচন করা এবং ধর্মের গোজামিল লোক সম্মুখে এনে সরল বিশ্বাসী মানুষদের সচেতন করা। এ কারনেই ইসলামের বিপক্ষে এত বেশি কথা হয়।
২. আপনি রাস্তায় দাড়িয়ে যদি চিৎকার করে বলা শুরু করেন যে আমার চেহারায় সবচেয়ে ভাল, আমার মত চেহারার লোক পৃথিবীতে আর কেউ নেই, বাকি লোকদের চেহারা যা তোমাদের কাছে সুন্দর মনে হয় তা আসলে ভুয়া, আমার চেহারায় একমাত্র সুন্দর চেহারা- আপনার এরুপ চিৎকার দেখলে রাস্তার বাকি দর্শকেরা এসে আপনাকে নিয়ে পরিহাস তো করবেই এটাই স্বাভাবিক, আপনার চেয়ে খারাপ চেহারার লোকদের নিয়ে পরিহাস করার কথা না। কারন তারা আপনার মত এমন পাগল হয়নি, তারা তাদের নিজেদের চেহারা যা তা নিয়ে এভাবে পাগলের মত চিৎকার করে বেড়ায় না।
পৃথিবীতে শুধু মুসলমানেরা সারা বিশ্বব্যাপী চিৎকার করে বেড়ায় ইসলামই শ্রেষ্ঠ ও সঠিক, বাকি সব ধর্ম ভুয়া ও বাতিল। ইসলামই শান্তির ধর্ম। আর কোন ধর্মই ঠিক না। এ কারনেই লোকেরা শুধু ইসলাম ধর্মের বাতুলতা ও এর হাস্যকর দিকগুলো তুলে ধরে এবং ইসলামের ভন্ডামি প্রকাশ করে। অন্যে ধর্মের লোকেরা পৃথিবীব্যাপি এরূপ চিৎকার করে বেড়ায় না যে আমরাই সঠিক ও শ্রেষ্ঠ ধর্ম।
সত্যিকার শ্রেষ্ঠ ও সঠিক কোন ধর্ম থাকলে তাকে এত চিৎকার করে বেড়ানো লাগত না। যা শ্রেষ্ঠ তা তার আপন মহিমায় সমুজ্জ্বল থাকে, তা নিয়ে এত মাতামাতি করা লাগে না।
৩. জঙ্গিবাদ বিশ্বের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ও বিশ্বশান্তির জন্য হুমকিস্বরুপ। রাজনৈতিক কারনে যে সকল অরাজাকতা হয় তা নিয়ন্ত্রন করা সহজ কিন্তু ধর্মের নামে জঙ্গিবাদ, আত্মঘাতি হামলা ইত্যাদি নিয়ন্ত্রন করা কঠিন। যারা জঙ্গিবাদী হামলা করে তারা এ কুকর্ম করেও আত্মতৃপ্তি অনুভব করে এবং জান্নাতের আশা করে। এ কারনে শান্তিকামি বিশ্বব্যাসি ইসলামকে আতঙ্কের ধর্ম মনে করে, তাই এর বিরুদ্ধে বেশি সমালোচনা হয়।
বিধর্মী ঘৃনা, নারীবিদ্বেষ, মানবতার অবমাননার আসংখ্য দলিল খোদ কোরানেই লেখা আছে। আরো অনেক কারন আছে আজ উল্লেখ করলাম না।
(লেখাটি কপি করে রাখুন, বার বার একই উত্তর দিতে ভাল লাগেনা)
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................