হিন্দু থেকে মুসলমান হিসেবে দেখানো

রামগঞ্জে মিজানুর রহমান আজহারীর মাহফিলে ১১জন হিন্দুকে মুসলিম সাজানো পূর্ব পরিকল্পিত নাটক।

 রামগঞ্জে মিজানুর রহমান আজহারীর মাহফিলে ১১জন হিন্দু থেকে মুসলমান হওয়া ছিল পূর্ব পরিকল্পিত সাজানো নাটক............ 
----------------------------------
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর পাটোয়ারী বাড়ি সংলগ্ন মাঠে গতকাল শুক্রবার (২৪) জানুয়ারী, এ সময়ের জনপ্রিয় তাফসির কারী মিজানুর রহমান আজহারীর মাহফিলে, 
একই পরিবারের ১১জনকে হিন্দু থেকে মুসলমান করা হয়।


 এলাকাবাসীর দাবী ওই পরিবার জন্মসূত্রে মুসলমান ছিল । মাহফিলে কালিমা পড়িয়ে মুসলমান হিসাবে দেখানোটা ছিল মাহফিল বাস্তবায়ন কমিটির একটি সাজানো নাটক । এতে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। 
হিন্দু থেকে মুসলমান হিসেবে দেখানো পরিবারটির বাড়ি উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়নপুর অাঃ হাই ডাক্তার বাড়ির মনির হোসেন পিতা- মজিবুল হক, মাতা- ফাতেমা বেগম। বর্তমানে তার ২ মেয়ে জান্নাত, অায়েশা ও এক ছেলে অাঃ করিম হরিশ্চর মাদ্রাসায় ৫ম শ্রেনী ও ৪র্থ শ্রেনীতে লেখা পড়া করে। 

মাহফিলে মনির হোসেন কে শঙ্কর অধিকারী, জান্নাত কে শ্যামলী, অায়েশাকে সুমা, মরিয়ম কে মিতালী, অাঃ করিমকে রাজা এভাবে সবাই দেখানো ও রাখা হয়েছে। আবার কেউ কেউ, এ ঘটনাকে মিজানুর রহমান অাজহারী ও অামির হামযার জনপ্রিয়তা নষ্ট করার জন্য ষড়যন্ত্র হিসাবে মন্তব্য করেছেন।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted