রামগঞ্জে মিজানুর রহমান আজহারীর মাহফিলে ১১জন হিন্দুকে মুসলিম সাজানো পূর্ব পরিকল্পিত নাটক।
রামগঞ্জে মিজানুর রহমান আজহারীর মাহফিলে ১১জন হিন্দু থেকে মুসলমান হওয়া ছিল পূর্ব পরিকল্পিত সাজানো নাটক............
----------------------------------
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর পাটোয়ারী বাড়ি সংলগ্ন মাঠে গতকাল শুক্রবার (২৪) জানুয়ারী, এ সময়ের জনপ্রিয় তাফসির কারী মিজানুর রহমান আজহারীর মাহফিলে,
একই পরিবারের ১১জনকে হিন্দু থেকে মুসলমান করা হয়।
এলাকাবাসীর দাবী ওই পরিবার জন্মসূত্রে মুসলমান ছিল । মাহফিলে কালিমা পড়িয়ে মুসলমান হিসাবে দেখানোটা ছিল মাহফিল বাস্তবায়ন কমিটির একটি সাজানো নাটক । এতে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
হিন্দু থেকে মুসলমান হিসেবে দেখানো পরিবারটির বাড়ি উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়নপুর অাঃ হাই ডাক্তার বাড়ির মনির হোসেন পিতা- মজিবুল হক, মাতা- ফাতেমা বেগম। বর্তমানে তার ২ মেয়ে জান্নাত, অায়েশা ও এক ছেলে অাঃ করিম হরিশ্চর মাদ্রাসায় ৫ম শ্রেনী ও ৪র্থ শ্রেনীতে লেখা পড়া করে।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................