হিন্দু তোমার ভবিষ্যৎ কোথায়?
১. তোমার ছেলে জানেই না ধর্ম মানে কি?
২. তোমার সন্তান জানে শুধু পূজো মানে dj আর
নাচানাচি।
৩.তোমার ধর্মের নাম যে সনাতন ধর্ম তা তো
তুমি জানো বা জানো না, তোমার সন্তান জানুক
তাও তুমি চাও না, যদি চাইতে তবে প্রাথমিক
শিক্ষার ধর্মের বইয়ে (হিন্দু ধর্ম শিক্ষা) এর
জায়গাতে সনাতন ধর্ম ব্যাবহার করতে।
৪. তুমি ব্রাহ্মন হলে অহংকারে মাটিতে পা পরে না
, অহংকারে মুসলিমরা যেমন অমুসলিমদের কাফের
বলে ঘৃনা করতে শেখায়, ঠিক ছোট জাত বলে তুমিও
অন্য হিন্দুদের ঘৃণা করতে শেখাও।
৫.ছোট জাত বলে একটা মানুষ মারা যাবার সময়
তুমি সেখানে পর্যন্ত যাও না। তুমি হয়তো জান না
একটা মানুষের সবচেয়ে বড় বিপদ একটা মানুষ মারা
যাবার বেলায়।
৬. একজন মানুষ বিপদে পরলে তাকে উদ্ধার করা
তো বাদ বরং তাকে আরো বিপদে ঠেলে দাও।
৭. ব্রাহ্মন হয়ে একজন সনাতনীর চাল, ডাল, কলা
ঠিকই হজম হয়। কিন্তু, সহ্য করতে পার না তোমার
বাড়িতে সে সনাতনী পা রাখলে।
৮. তোমার ছেলেকে বিয়ে দিতে গেলে টাকা-পয়সা,
সোনা-গহনা, খাট-পালংক সব লাগে। কিন্তু, মেয়েকে
বিয়ে দিতে গেলে ঠিকি বোঝ এই টাকা কোথা থেকে
আসে।
৯. তোমার পূজোর মঞ্চে অশ্লীল নাচ করার জন্যে
লাখ লাখ টাকা খরচ করতে পার। কিন্তু, একটা
সনাতনী বোনের টাকার জন্যে বিয়ে হচ্ছে না তখন
তোমার পকেট থেকে এক টাকাও বের হচ্ছে না।
তাহলে নিজেই অংক কষে দেখ তোমার ভবিষ্যৎ
কোথায়?
আজ তোমার কারনেই হিন্দুরা এতো অত্যাচারিত
হচ্ছে।। তুমি যদি আজ রুখে দাঁড়াতে সামর্থ্যবান
হতে তাহলে আজ তোমার দেব-দেবীর প্রতিমা
ভাঙ্গার কথা দূরে থাক,কুটুক্তি করতেও ভয় পেত।
তোমার বোনকে ধর্ষন করে চলে যাওয়া তো দূরে
থাক,চোখ তুলে দেখতে ভয় পেত।।তোমার
মা,বাবা,ভাই, বোন অত্যাচারিত হতো না।।
হ্যাঁ,সনাতনি একবার ভেবে দেখো তুমি কী করছো।।
বি :দ্র - তুমি কথাটা ব্যাবহারের জন্য
আন্তরিকভাবে দুঃখিত
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................