সাদা কাপড় ও নিজের মন কে সাদা রাখার উপায়
------------------------------------------------------------
আমার অনেক গুলো সাদা গেজ্ঞি, সাদা বিছানা চাদর ভুল পদ্ধতিতে ধোয়ার জন্য শুভ্ৰতা হারিয়ে ফেলেছে! কাল ফেলে দিতে যাচ্ছিলাম। হঠাৎ মনে প্রশ্ন এলো, হোটেলের সাদা তোয়ালে কি করে সাদা রাখে? অতি জাগ্রত আমেরিকান গুগল দেবী র কাছে উত্তর প্রার্থনা করলাম। মুহূর্তের মধ্যে পেয়েও গেলাম। এই কারণেই আল্লা, ভগবান, গড, দেবদেবীর,নেতা ,ধর্মীয় গুরু, টিচার .... কাছে আজকাল আর কিছু জানতে চাইনা, এরা জানেনা বলে বোবা থাকে!!
৪ কিলো সাদা পোশাক ৮ ঘন্টা ১ লিটার গরম পানীয় জলের মধ্যে ১৫০ মিলি সাদা ভিনিগার দিয়ে রাতে ৮ ঘন্টা ভিজিয়ে রেখে, পরে যেভাবে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে থাকেন, ধুয়ে নিন! যদি ভিনিগার না থাকে ১৫০ মিলিলিটার যে কোনো লেবুর রস আর ১৫০ গ্রাম সোডিয়াম বাই কার্বনেট NaHCO3 ( সোডা বা খাবার সোডা ) গরম পানীয় জলে দিয়ে ৮ ঘন্টা ভেজান! জল আর পানি এক নয়! সব পানীয় তরল কিন্তু জল নয়, মদ ও হতে পারে! তাই পানীয় জল নিতে বলেছি!
নিজের মন কে সাদা রাখার জন্য নিয়মিত ধ্যান, ব্যায়াম করুন আর সপ্তাহে একদিন ৫ লিটার জল , দরকার বোধে সুগার লেভেল যাতে না নেমে যায়, আখের গুড় আর জলের শরবত বানিয়ে মন কে কালো হওয়া থেকে রক্ষা করুন! কার কি আছে, তা নিয়ে না ভেবে, নিজের যা আছে , তা নিয়ে সুখে থাকেন!
সাদা কাপড় আলাদা করে ধোবেন, অন্য কাপড়ের সাথে মেশাবেন না! যেমন সাদা মনের লোকেরা ভেজাল মনের লোকদের সাথে মিশলে এদের মন ও জটিল হয়ে যায় , তেমনি সাদা পোশাক ও রঙিন পোশাকের সাথে মিশিয়ে ধুলে, কলঙ্ক এর দাগ লাগে, শুভ্রতা হারায়! খাবার সময় ও খাঁটি জিনিস নিজে বানিয়ে খান! দোকানের ফুড বর্জন করেন!
মা বলতো, বল বল বাহু বল,জল জল গঙ্গা জল!তবে জনগণ এর হাগা মোতা ,আর ইন্ডাস্ট্রি র বর্জ্য পদার্থ রিসাইক্লিং না করে নদীর জলে ফেলে দেবার কারণে কারণে, মমতার কালীঘাটের গঙ্গাজল আর delhi r কেজরিবাল এর যমুনার জল পৃথিবীর সব চেয়ে দূষিত জল !
পরীক্ষা করে জানাবেন!হাসবেন্ড বা বৌ কে অবাক করে দিন!
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................