#দেশের_ভালোয়_কমরেডদের_বিরোধিতা_হবেই
টি এন শেষণ যখন ভোটার কার্ড তৈরীর প্রস্তুতি নেন। টি এন শেষণকে নিকৃষ্ট ভাষায় আক্রমণ করে প্রবল বিরোধিতায় নামে সিপিএম। জ্যোতি বসু তো টি এন শেষণের মতো একজন চিন্তাভাবনায় কয়েক দশক এগিয়ে থাকা মানুষকে পাগলের সঙ্গে তুলনা করেন। টি এন শেষণকে পাগল বলেই সেদিন জ্যোতিবাবুরা থেমে থাকেননি। পাড়ার মোড় থেকে কলকাতার রাজপথ ভোটার কার্ডের বিরোধিতায় মিটিং মিছিল করে টি এন শেষণের বাপবাপান্ত করে ছেড়েছিল চিরকালের বিশ্বাসঘাতক ওই কমরেডের দল। নরসীমা রাও তখন বামেদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী। নরসীমা রাওকে সেদিন সিপিএম বাধ্য করেছিল মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে তিনজন কমিশনারের দল গঠন করে দেওয়ার জন্য। আর তা করেছিল শুধুমাত্র টি এন শেষণের ক্ষমতা খর্ব করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে। যাতে তিনি একা আর কোনও সিদ্ধান্ত নিতে না পারেন।
অথচ আজ আমরা পদে পদে উপলব্ধি করতে পারছি, কত উপযোগী সিদ্ধান্ত সেদিন টি এন শেষণ নিয়েছিলেন। এই সিপিএম ইভিএম মেশিনে ভোটের বিরোধিতা করেছে। কারণ ভোট গোনার সময় যে কারসাজি তারা করতো তা বন্ধ হয়ে যাবে বলে। এখন সেই সিপিএমই পৌর নির্বাচন ইভিএমে চাইছে। চিরটাকাল সিপিএম নামক এক আজব শক্তি ভারতের অগ্রগতির বিরোধিতা করে এসেছে আর আজও করছে। দেশের ভালো ওদের সেদিনও সয়নি, আজও সইছেনা। তাই আঁদাজল খেয়ে এনপিআর, সিএএর বিরোধিতায় কমরেড নামক ক্ষতিকারক জীব।
এনপিআরের বিরোধিতা কেন কমরেডদের কাছে জানতে চান। কোনও সদুত্তর পাবেননা। সিএএর বিরোধিতাই বা কেন? একজন কমরেডও সদুত্তর দিতে পারবেনা। পাড়ার কমরেড কোন ছার। আলিমুদ্দিন ষ্ট্রীটে বসে থাকা পক্ককেশ কমরেডরাও আপনার কাছে প্রকৃত কারণ তুলে ধরতে পারবে না। ওরা আপনার প্রশ্নের উত্তর এড়িয়ে আপনাকেই পাল্টা প্রশ্ন করবে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মের ভিত্তিতে কেন নাগরিকত্ব দেওয়া হবে? ওদের চোখে নিপীড়িত শরণার্থী আর ভারতবিরোধী ভারতবিদ্বেষী অনুপ্রবেশকারী দুইই সমান। কারণ ওদের কাছে ভারত কোনও দেশ নয়। হিন্দু কোনও ধর্ম নয়। ভারতের উন্নতি কোনও সমাধান নয়। ভারতের অগ্রগতির কোনও প্রাধান্য নয়। ওদের একটাই উদ্দেশ্য যা জেইউ জেএনইউএর ছাত্রছাত্রীদের শ্লোগানে ফুটে বেরিয়ে আসে। ভারতকে টুকরো করে বরবাদ করার জন্য যা যা করণীয় সেটাই ওদের একমাত্র এজেন্ডা। দেশভক্তি ওদের কাছে মূল্য পায়না। ভারতবিরোধী শক্তিকে ওরা মদত করবে এটাই তো স্বাভাবিক। অতএব এনপিআর আর সিএএর ওরা কদর্য বিরোধিতা করবে এতে অবাক হবার কিছু নেই। রাষ্ট্রবাদী দেশপ্রেমীরা দেশের সরকারে। কমরেডদের কোনও নক্কছক্কা আর দেশের ক্ষতি করতে পারবে না এটাই একমাত্র স্বস্তি।
Sreeswapan Pal
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................