আর ভাইরাস আমেরিকা বা ইসরায়েলের উপর পড়ে না কেনো?? পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে সবচেয়ে বেশি মুসলিম নির্যাতন তারাই করেছে।
লেইম যুক্তি
এর চেয়ে ও ভয়াবহ ভাইরাস ছড়িয়েছে নাম MERS এবং ইবোলা।
MERS এর জন্ম মিডলইস্টে যার অধিকাংশ মানুষ মুসলিম।
আর ইবোলার জন্ম আফ্রিকার লাইবেরিয়ার তে যার অধিকাংশ মানুষ প্রচন্ড গরীব।
নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকার ১০% মানুষ এইডসে আক্রান্ত।
শুধু তাই না, যে ৬ টি মারাত্মক জীবননাশক রোগ আছে পোলিও টাইফয়েড গুটি বসন্ত হাম ইত্যাদির ভ্যাক্সিন না নিয়ে দেখুন তো গজব আপনার উপর পড়ে কি না????
অধিকাংশ বাংলাদেশিদের বেসিক শিক্ষা-দীক্ষার অভাব আছে! সেই সাথে কমনসেন্সের।
সে যত বড় ডিগ্রি ধারীই হোক না কেনো।
চ্যালেঞ্জ।।।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................