মুসলমানকে হিন্দু সাজিয়ে হিন্দু থেকে মুসলমান বানানো ঘটনাকে যারা নিন্দা করছে তারা ইসলামের শত্রু! তারা চায় না ইসলাম কায়েম হোক ! দয়াল নবী ফেইক নির্যাতনের দাবী করে নাই? হুজুরেপাককে কাফেররা খুন করতে চায় এমন প্রচার করেই হুজুর মদিনায় এসাইলাম নিছিল। হুজুরেপাককে কাফেররা খুন করতে চাইলে অনেক আগেই করতে পারত। আবু সুফিয়ানের বাড়িতে মিটিংয়ে যখন একজন হুজুরেপাককে খুন করার কথা বলল তখন হুজুরের হাশিমী গোত্রের ভাইরা হুংকার দিয়ে বলেছিল মুহাম্মদ যত দোষই করুক হাশিমী গোত্রের কাউকে খুন করা হলে হাশিমী গোত্র তার রক্তঋণ আদায় করবে রক্ত দিয়ে!
হুজুরেপাক বাপদাদার ধর্মকে অপমান করছিল তাতে হাশিমী গোত্রের সবাই ক্ষুব্ধ হলেও হাশিমী গোত্রের ছাওয়ালকে খুন করলে মক্কায় দাঙ্গা বাধায় দেবার হুঁশিয়ারি জারি করা হয়েছিল। কিন্তু হুজুর প্রাণনাশের হুমকির কথা জোরেশোরে প্রচার করেছিলেন ইসলামের স্বার্থে। আজহারী হুজুর, আমির হামজা হুজুর, সাঈদী হুজুর, জাকির নায়েক হুজুর মুসলমানকে হিন্দু সাজিয়ে মুসলমান বানানোর নাটক করেন দ্বিনের স্বার্থে। কাফেররা যাতে মনে করতে পারে ইসলাম ভালো না হলে এত মানুষ ইসলাম গ্রহণ করছে কেন? তাছাড়া ওয়াজের আয়োজকদের তাদের খরচ তুলতে এইসব নাটক জায়েজ আছে। নতুন মুসলমানের জন্য ছয় মাসের খরচার নাম করে পাবলিকের পকেট থেকে তোলা টাকাটা কমিটির হাদিয়া। খরচা তো কম না। প্রতি খ্যাপে হুজুররা ১ লাখের নিচে নেননা। মুনাফিকরা এসব বুঝে? এসব প্রচার করে কাফেরদের কাছ থেকে ইসলামকে , হুজুরদের বেইজ্জতি করা হচ্ছে! আমি এর তীব্র প্রতিবাদ করছি! শোন মুনাফিকরা, মিথ্যা ছাড়া ইসলাম কায়েম হবে না! কাফেরদের কাছে মিথ্যা বলে ইসলামকে জয়ী করতে হবে। ইহুদিরা হামলার ষড়যন্ত্র করেছে এটা বলেই বনু কুরাইজা ইহুদিদের উপর হামলা করছিল আমার দয়াল নবী। জিব্রাইলকে আর কেউ চোখে দেখতে পাইত না আমরা দয়াল নবী ছাড়া। সেই জিব্রাইলের নাম করে ইহুদিদের কি হুজুরেপাক মদিনা ছাড়া করে নাই? তোমরা আমার নবীর কাছ থেকে শিখো! এরপর আরো সতর্ক হও। এক কুমিরের বাচ্চা না দেখাইয়া নতুন নতুন কুমিরের বাচ্চা স্টেজে তোলো। কমিটি কি বা*ল ফেলে!
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................