ভারত নিয়ে কথা বলার আগে ভারতীয় দর্শন সাহিত্য কাব্য হৃদয়ঙ্গম করতে হবে।

ভারতীয় সংস্কৃতিঃ দ্বারকানাথ ঠাকুর ও ম্যাক্সমুলার

দ্বারকানাথ ঠাকুর কয়েকবার ইউরোপ ভ্রমন করেন। তার সাথে বিখ্যাত দার্শনিক, সংস্কৃত ভাষায় পণ্ডিত  জার্মান ম্যাক্সমুলারের সাক্ষাত হয় প্যারিসে। এরপর ঘনিষ্ট সম্পর্ক- একজন আরেকজনের সাথে সন্ধ্যে বেলা আড্ডা দিতেন। দুজনেই গান পছন্দ করতেন। দ্বারকানাথ ঠাকুর ফরাসীভাষা খুব পছন্দ করতেন এবং ফরাসীতেই গান করতেন। ম্যাক্সমুলার যন্ত্র বাজাতেন। খুব চলত আসর। একদিন ম্যাক্সমুলার বললেন "একটা খাটি ভারতীয় গান শোনাও তো"। সেদিন একটি ভারতীয় উচ্চাঙ্গ সংগীত গাইলেন দ্বারকানাথ। সেটা শুনে ম্যাক্সমুলার বললেন "আসলে তোমাদের গানে না আছে সুর,  না আছে সামঞ্জস্য,না আছে ঝংকার-উপভোগ্য কিছুই নাই।"
 দ্বারকানাথ বললেন "আমিওতো তোমাদের গান শুনে প্রথমে একদম পছন্দ করিনি। বারবার শুনে বুঝতে চেয়েছি। এর মধ্যে প্রবেশ করতে চেয়েছি। এর পর একে ভালোবেসেছি"। 
 এরপরেই দ্বারকানাথ বললেন  " ইউরোপ যাহা প্রকাশ করে আমরা চেষ্টা করি তা  হৃদয়ঙ্গম করতে। আমরা যেমন তোমাদের সঙ্গীত, সাহিত্য, কাব্য, দর্শন নিয়ে আলোচনা করি, তোমরাও যদি তাই করতে তাহলে তোমরাও আমাদের বিদ্যাগুলির মর্ম উপলব্ধি করতে পারতে। আমাদেরকে যে অজ্ঞ বা ভন্ড মনে কর আমরা তা নই; বরং অজ্ঞাত বিষয়ে তোমরা যা জানো আমরা হয়ত তারও অধিক জানতে পেরেছি।"
 (পুনঃ মাক্সমুলার এরপর ভারতীয় দর্শন, ঋগ্বেদ , পুরাণ ইত্যাদি ফরাসী ভাষায় অনুবাদ করেন।ক'জন ভারতীয় এসব গ্রন্থ পাঠ করেছেন? আমি অদ্যাবধি একজন লোকও দেখিনি যিনি এসব শাস্ত্র পড়েছেন। সবাই বিদেশী শাস্ত্র পড়ে বিদেশীর নজরে ভারতকে দেখেন। ভারতের ইতিহাস শুরু হয় সিন্ধু বিজয় দিয়ে; এর আগের ইতিহাস  পড়তে নেই। ভারতের অতিজ্ঞানী বামপন্থী যারা আমেরিকান সার্টিফিকেট সংগ্রহ করে ভারতের সব কিছুতেই উষ্মা প্রকাশ করেন তাদেরকে ভারত নিয়ে কথা বলার আগে ভারতীয় দর্শন সাহিত্য কাব্য হৃদয়ঙ্গম করতে হবে-এটাকি উনারা আদৌ বুঝেন?)

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted