খাবার খাওয়ার আগে এবং পরে যে মন্ত্র পাঠ করতে হয়।

📖ভোজন প্রারম্ভের ও সমাপ্তিতে কি মন্ত্র উচ্চারণ করতে হবে?
উত্তরঃ ভোজন প্রারম্ভের মন্ত্র—

ওম অন্নপতে অন্নস্যনো দেহ্যনমীবস্য শুষ্মিনঃ।
প্র প্র দাতারং তারিষ ঊর্জং নো ধেহি দ্বিপদে চতুষ্পদে।।
[যজুর্বেদ-১১/৮৩]

অনুবাদঃ হে অন্নের স্বামিন! তুমি আমাদের সুস্বাস্থ্যযুক্ত ও বলকারী অন্ন প্রদান করো। দীন- দুঃখী ও অভাবে পীরিতদের অন্ন প্রদান করে তাদের প্রতি কৃপা দৃষ্টি দিও।দ্বিপদী মানুষ ও চতুষ্পদী প্রাণীর ইত্যাদির জন্য অন্ন,বল এবং পরাক্রম প্রদান করো।

 📖ভোজন সমাপ্তির মন্ত্র—

ওম মোঘমন্নং বিন্দতে অপ্রচেতাঃ সত্যং ব্রবীমি বধ ইৎস তস্য।
নার্যমনং পুষ্যতি নো সখায়ং কেবলাঘো ভবতি  কেবলাদী।। [ঋগ্বেদ-১০/১১৭/৬]

অনুবাদঃ মূঢ় ব্যক্তি অন্নকে ব্যর্থ প্রাপ্ত করেছে, তারা অন্নের ঘাতক কারন যারা অন্নকে প্রাপ্ত করার পরে সমাজ ও রাষ্ট্রকে কিছু দেয় না, তথা নিজ বন্ধু বর্গকে অন্ন প্রদান করে না, কেবল একাই ভোগ করে বস্তুতঃ সে পাপযুক্ত উপভোগ করে। হে প্রভু! আমাদের যথেষ্ট অন্ন প্রদান করো যাতে আমরা সবাই মিলে মিশে উপভোগ করতে পারি।।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted