বামপন্থিরা বীন্দ্রনাথ ঠাকুর কে 'বুর্জোয়াকবি', শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব কে 'মৃগীরুগী।

কমিউনিস্ট মুখপত্র "PEOPLE'S WAR" পত্রিকায় (জুলাই ১৯,১৯৪২) জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী তোজো একটি গাধার পিঠে কিনতু সেই গাধা জাতীয় প্রানীর মুখটি কে বিকৃত করে সেখানে আমাদের ভারতবর্ষের গর্ব নেতাজীর মুখ বসিয়ে ব্যঙ্গচিত্রটি করা হয়েছে ।

এটিই ছিলো 'নেতাজী' সম্পর্কে কমিউনিস্ট বা বামপন্থীদের মূল্যায়ন ।

এঁরাই রবীন্দ্রনাথ ঠাকুর কে 'বুর্জোয়াকবি', শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব কে 'মৃগীরুগী', বিবেকানন্দকে 'অভাবের জ্বালায় বকে যাওয়া যুবক', দেশপ্রেমিক হিন্দুত্ববাদী বিপ্লবী বীর সাভারকারকে 'বৃটিশদের দালাল' প্রভৃতি তকমায় আখ্যায়িত করেছিল । রক্কে করো রঘুবীর... কি দিন এলো রে নাস্তিকরাও নেতাজীর জন্মদিনে পুজো করছে। এর চাইতে ভালো অাচ্ছে দিন আর কি হতে পারে। দেশ বদলাচ্ছে।।

এঁদের চিনে নিন .... আর কখনো কোন বামপন্থী নিজেকে দেশপ্রমিক প্রমান করতে আসলে ব্লিচিং আর ঝামা দিয়ে একটু ঘষে দিন ।।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted