আজকে কি বিশ্ব ভালবাসা দিবস? বিশ্ব বোন দিবস? বিশ্ব বেহায়া দিবস? নাকি পহেলা ফাগুন?
বিশ্ব ভালবাসা দিবসঃ দুনিয়ায় তাবৎ প্রেমিক-প্রেমিকার দখলে এই দিনটা। এইখানে কোন চেতনা কোন ফতোয়া কোন শাসন কাজ করবে না।
তাই তাদের উপদেশ দিয়ে লাভ নেই।
বিশ্ব বোন দিবসঃ ভালোবাসা দিবসের নামে ছেলেমেয়েদের অবাধ মেলামেশা বন্ধ করতে পাকিস্তানে গতবছর থেকে এটা পালিত হয়ে আসছে।
তবে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এর মাঝে সবচেয়ে কঠিন বিতর্ক হয় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের উক্তি নিয়ে! তিনি প্রশ্ন করেছিলেন বিশ্ব বোন দিবস কি কুরআন হাদিস থেকে নির্দেশনা? কারন কুরআন হাদিসে এ নিয়ে কোন ইঙ্গিত নেই। তাছাড়া একমাত্র মায়ের পেটের বোন কেই বোন বলে গণ্য করা যায়। রক্তের সম্পর্ক না থাকলে তাকে বোন সাব্যস্ত করলেও তা হারাম।
এই রকম বহু কুতর্কের ভীড়ে ও পাকিস্তান এই বছর ঘটা করেই তা পালন করছে।
কিন্তু সম্প্রতি সৌদি আরব বিশ্ব ভালবাসা দিবস কে হারাম ফতোয়া দেয়ার বিরুদ্ধে গিয়ে বলেছে " ভালবাসা ইসলামে নিষিদ্ধ নয়। তাই এটা হারামের পর্যায়ে পড়ে না। তাই এখন সৌদি সমাজেও ঘটা করে ফুল এবং চকলেট উপহারের ভীড় লেগেছে।
পহেলা ফাগুনঃ আজকে পহেলা ফাগুন। ফুলে ফুলে লেগেছে আগুন। যুগলরা এই দিনে খোঁপায় ফুল দিয়ে উৎযাপন করে।
ফাগুন বাংলা সংস্কৃতির একটা বিশেষ দিন।
ভিনদেশী সংস্কৃতি নাকি ভালবাসা দিবস?
ঃ
৮০ র দশকে স্বৈরশাসক জেনারেল এরশাদের আমলে পাঠ্যপুস্তকে আরবি ভাষা বাধ্যতামূলক করার প্রতিবাদে ছাত্রজনতার মিছিলে পুলিশের বর্বরোচিত হামলায় বেশ কয়েকজন ছাত্রের মৃত্যু হয়। দিনগুলো হিসেব করে ১২/১৩/১৪ ই ফেব্রুয়ারি আসে।
হঠাৎ করেই টিভিতে প্রচারিত হতে থাকে মুক্তমনা হিসেবে পরিচিত শফিকুর রেহমানের "লাল গোলাপ " অনুষ্ঠানটি। যেখানে এই ভ্যালেন্টাইন্স ডে-এর উপর বিস্তারিত ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর থেকেই টিভি মিডিয়া এবং পত্রপত্রিকায় তার ব্যপকতা প্রকাশ পায় এবং বাঙালি জাতি ভ্যালেন্টাইন্স ডে- পালনে উদ্ধুদ্ধ হয়।
মূলত এটা ছিলো মিতালি বসুনিয়া দের রক্তে রঞ্জিত ছাত্র আন্দোলনের ইতিহাস কে ভুলিয়ে দেয়ার গভীর ছক।
এখনো দেশের অধিকাংশ মানুষ জানে না এই দিনে কি হয়েছিল।
এপার্ট অব অল ওডস এন্ড রোমার্স......
ভ্যালেন্টাইন্স ডে- একটা ভিনদেশী সংস্কৃতি।
তবে ভালবাসার যেহেতু কোন বাউন্ডারি নেই, তাই ভ্যালেন্টাইন্স ডে- নিয়ে আমার ও কোন মাতামাতি নেই।
আমি দেখি এইদিন ফুলব্যবসায়ী মতি মিয়া তার বহু পরিশ্রমের ফসল টকটকে লাল গোলাপ বিক্রি করতে পেরে কিভাবে খুশিতে আবেগাপ্লুত হয়ে গেছে।
ফুলমতি জোহরা টুকু ময়না সহ শত শত টোকাই ফুলের মালা বিক্রি করে আজকে দুই পয়সা বেশি পাওয়ার খুশিতে আনন্দে আত্মহারা।
ভালোবাসা হোক স্বার্বজনীন, ভালবাসা হোক সবার। সব প্রাণে লাগুক বসন্তের ছোঁয়া ♥♥♥
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................