১৯৭১ সালে অনেক ভারতীয় সৈনিকের প্রানের বিনিময়ে বাংলাদেশ জন্ম গ্রহন করেছিলো। ৯৫০০০ পাকিস্তানী সৈন্য ভারতের কাছে আত্মসমর্পন করেছিলো ( পাকিস্তানের মোট সৈন্য সংখ্যার পাঁচ ভাগের এক ভাগ।
আমি যদি প্রধানমন্ত্রী থাকতাম তাহলে যা করতাম তা হলো---
বাংলাদেশের অভ্যন্তরীন কিছু ব্যাবস্থা, যেমন শিক্ষা, সাস্থ্য , অর্থ এই রকম কিছু বাদ দিয়ে, প্রতিরক্ষা এবং বিদেশ নীতি ভারতের হাতে রেখে দিতাম। সৈন্য বাহিনী বিলুপ্ত করে দিতাম কারন বাংলাদেশের চারিদিকে ভারত। বাংলাদেশের আভ্যন্তরীন শাসন ব্যাবস্থায় হস্তক্ষেপ না করে ঐ দেশটাকেে ভারতের তত্বাবধানে রেখে দিতাম।
তাহলে আজ ওখান থেকে "জামাতী অনুপ্রবেশ কারী ' এসে এখানে সন্ত্রাসী কাজ করতে পারতো না। শরনার্থী সমস্যা থাকতো না। ওখানকার মুসলিমরা হিন্দুদের ওপরে অত্যচার করার সাহস পেতো না।
ভারতের এটা এক ঐতিহাসিক ভুল।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................