আমরা কি বাংলাদেশী সেলিব্রিটিদের কাছ থেকেও এরকম কিছু আশা করতে পারি?

Stay Conneted

ভারতীয় গায়ক অনুপম রায় নিজের ধর্মীয় পরিচয় দিচ্ছেন মানুষ্যত্ব বলে। চারদিকে চরম সাম্প্রদায়িক বিষবাষ্প যখন আমাদের আশাহত করে তখন বড় জনপ্রিয় কেউ সাম্প্রদায়িক পরিচয় অস্বীকার করে মানুষ্যত্বের গান গাওয়াটা ঘুরে দাঁড়ানোর মত। আমরা কি বাংলাদেশী সেলিব্রিটিদের কাছ থেকেও এরকম কিছু আশা করতে পারি?  



একদমই না!  তারা ওমরাহ করছে। ফিরে এসে অভিনয় ছেড়ে দেয়ার কথা বলছে। হারাম হালাল নিয়ে পোস্ট দিচ্ছে। কেউ মসজিদ বানাচ্ছে,  কেউ মাদ্রাসা। কেউ আজান দিয়ে ভাইরাল হচ্ছে। আলহামদুলিল্লাহ বলে গান শুরু করছে। নিজেকে গর্বিত মুসলমান বলে পরিচয় দিচ্ছে।  সাহিত্যিকরা বলছে আমাদের লেখায় মুসলমানিত্ব ফুটিয়ে তুলতে হবে। কোলকাতার দাদাবাবুদের মত লিখলে চলবে না। আমরা বাঙালি মুসলমান, অথবা মুসলমান বাঙালি। মানে 'থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়।' এদের বাইরে যারা সত্যিই মুসলমান পরিচয়ের উপরে নিজের মানুষ্যত্ব পরিচয়কে প্রধান মনে করেন তাদেরও কি প্রকাশ্যে সেটা জানানোর সাহস আছে?  তাহলে কিসে আমরা এগিয়ে আছি বলুন তো?

Post a Comment

যুক্তি সংগত কথা বলুন.................