কেন ইসলামকে মানসিক অসুস্থতার সাথে তুলনা করা হয়?

মিশরের একটি মসজিদে নামাজ পড়ানোর সময় একজন ইমাম হার্ট অ্যাটাক করে। সঙ্গে সঙ্গে পিছন থেকে একজন সামনে এসে ইমামমতির দায়িত্ব নিয়ে নেয় এবং পাশে একজন মৃতপ্রায় মানুষকে ফেলে রেখেই নামাজ শেষ করে। শেষ পর্যন্ত সেই ইমাম মৃত্যু বরন করে।

কোনো সুস্থ মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব বলে আমার মনে হয় না। নিউ জিল্যান্ডে মসজিদে যখন গুলি ছোঁড়া হয়েছিলো তখন কিন্তু প্রতিটি মুসল্লীকে দেখেছি নামাজ ছেড়ে দিক বিদিক ছুটাছুটি শুরু করেছিলো। তখন তো কাউকে বলতে শুনিনি যে মরলে যায়নামজে দাঁড়িয়েই মরবো তবু নামাজ ছেড়ে দৌড় দিবো না। অথচ মুমিনরা এখানে শুধুমাত্র শো অফ করার জন্য একটা অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে থেকেও তাকে বিনা শুশ্রূষায় মৃত্যু বরন করতে বাধ্য করলো। এজন্যই ইসলামকে মানসিক অসুস্থতার সাথে তুলনা করা হয়।

মুমিন মানেই দুমুখো সাপ। হিপোক্রেট! অমানবিক। মানষিক প্রতিবন্ধী।

সৌজন্য ঃ Shanu Alam

https://www.facebook.com/160806251229031/posts/529495271026792/

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted