রাষ্ট্র, ব্লগার এবং অতঃপর 'ব্লগার কিলিং' "
-------------------------------------------------
বাংলাদেশের বন্ধুরা, হাঁফ ছেড়ে বেঁচেছেন না ? সেই ২০১৮ তে আমার মফিজ 'শাহজাহান বাচ্চু'র পর আর কোনো ব্লগার কিলিং হয় নাই। কি শান্তি ! আমি বলি কি, একটু ভাইবেন আফনেরা :
রাষ্ট্রে নাগরিকদের কিছু অধিকার থাকে যা রাষ্ট্র কেড়ে নিতে পারে না আর অন্য নাগরিকও তাতে হস্তক্ষেপ করতে পারেনা। নাগরিকদের অধিকার লঙ্ঘন হলে রাষ্ট্র যথাযথ বিচারের মাধ্যমে তার সুরাহা করে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী । বাংলাদেশের প্রধান বিরোধী দলের নেত্রীকে চাইলেই যেখানে কারাগারে আটকে রাখতে পারে, প্রতিবাদকারীদের রাস্তা থেকে পিটিয়ে তুলে দিতে পারে সেখানে এতজন ব্লগারকে খুন করে অপরাধী পালিয়ে যায় কিভাবে? সরকারেররই বা ভুমিকা কি ? কখনো কখনো কিছু না করাও পলিসি নাকি ? ব্লগার খুন হতে দেয়াই কি তাহলে সরকারের পলিসি ? ব্লগার হত্যা ঘোরতর মানবাধিকার লঙ্ঘন। আলাপ-আলোচনা, রিপোর্টিং হওয়া দরকার কিন্তু কিভাবে হচ্ছে ? সত্যকে সামনে আনছে নাকি লুকিয়ে রাখছে ? কে এবং কেন খুন করেছে সেটা বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে জনসমক্ষে আসতে হবে। পরিকল্পিত পারসেপশন তৈরি করে ঘাড়ে চাপিয়ে হাওয়ায় বয়ান দেওয়াটা পাবলিককে কনফিউস করা । বাংলাদেশে এটাই হচ্ছে আর তাই ব্লগার হত্যাকান্ড বন্ধ তো দুরের কথা, ঘটে যাওয়া হত্যাগুলোর বিচারও থমকে দাঁড়িয়ে ! নিরপেক্ষ তদন্ত ব্যতীত আসল অপরাধী কে বা কারা জানা সম্ভব ? ঘটনাগুলো ঘটার সাথে সাথেই আমরা দেখেছি, এর সাথে ইসলাম, জঙ্গী এসবের জড়িত থাকার নানা থিউরি। একরকম বিচারের আগেই মিডিয়া ট্রায়াল !
তদন্ত করার ক্ষেত্রে ফ্যাক্ট একটা গুরুত্বপুর্ণ ব্যাপার কিন্তু যদি ফ্যাক্ট পাল্টিয়ে বা বিকৃত করা হয় ?। তথ্য বিকৃতি নির্ভর প্রচারণা দেখা গেছে ব্লগার হিট লিস্ট নিয়ে। কয়েকটি পত্রিকা ব্লগার হিটলিস্ট হেফাজতে ইসলামের দেয়া বলে রিপোর্ট করেছিল। দৈনিক যুগান্তর বলেছিল “আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) হিটলিস্ট রয়েছে সরকারের কাছে " এর একমাস জনকন্ঠও একটা রিপোর্টে ব্লগারদের লিস্ট হেফাজতের দেয়া দাবী করেছিল । হেফাজতের আমীর আহমদ শফী বিবৃতিতে বলেছিল ব্লগার লিস্ট হেফাজতের দেয়া নয় ( [http://bit.ly/1JH7f7G](https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fbit.ly%2F1JH7f7G%3Ffbclid%3DIwAR3V4_21Gh3ZF06pqaZUtqiL5z8jCoDcz5PYLqO6roc1Pa9uobF-LujLuU8&h=AT131AbzeO3-YVwTDQ0t7IC9aahhZ5vkSmxYgiOqmY2mrjfDMh_triEAh0YuPkN2KcyKaC2-yL6fxgyqKy-xnBad0z5h5oGxarqRtnMk_qc7mzcC8r_wQVWIiwmWoLN3mKBQyZCdSMKqzu0WqQFXTao0k0sEQ94O_kWKXyelG5E35N2Cpw))। এই তালিকা হেফাজতের দেয়া বলে প্রচারের পিছনে উদ্দেশ্য কি ? গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম তার এক সাক্ষাৎকারে বলেছিল, ব্লগার হত্যায় একজন প্রাক্তন সেনা কর্মকর্তা জড়িত। একজন সেনা কর্মকর্তা জড়িত অথচ গোয়েন্দা বিভাগ এই বিষয়ে কিছুই জানে না, সেটা সম্ভব? বাংলাদেশের গোয়েন্দা বিভাগ ডিজিএফআই , বাংলাদেশ সেনা বাহিনী দাড়া পরিচালিত আর ব্লগার হত্যার কোন তথ্য তাদের কাছে থাকবে না ? এত ক্ষমতাধর একটা সংস্থার নাকের ডগায় মৌলবাদীরা একের পর এক সেকুলার ব্লগার হত্যা করে যাচ্ছে, বিদেশী নাগরিক হত্যার দায় স্বীকার করছে অথচ হত্যার সাথে জড়িত সন্দেহে তাদেরই কর্মকর্তা নাকি ! বিষয়টা কি একই সূত্রে গাঁথা ?
১)সাধারণ জনগণ কে আতঙ্কগ্রস্থ করতে না পারলে এই মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আবারও আন্দোলন হবে, মৌলবাদ এবং এর মদদ দাতাদের মুখোশ উন্মোচিত হব।
২)অনেক লুকানো সত্য পর্দার আড়াল থেকে বেড়িয়ে আসবে। অতএব বিদেশী নাগরিক হত্যা নতুন গেম !
৩) মৌলবাদীরা হত্যা করুক কিংবা না করুক দায় স্বীকার করে জনগণ কে আতঙ্কিত করছে সেই সাথে প্রতিবাদের কলম বন্ধ করে দিচ্ছে ।
৪) সরকার জঙ্গি নেই বলে জঙ্গিদের রক্ষা করছে, সেই সাথে হত্যাকারীদের খুঁজে শাস্তি দেবার কথা বলে জনগণের চোখে ধুলা দিচ্ছে।
৫) বিরোধী দলগুলো সরকারের ঘাড়ে দায় চাপিয়ে তাদের আন্দোলন এর ফুয়েল যোগাচ্ছে।
কিন্তু প্রশ্ন হলো : বাংলাদেশের সব চেয়ে ক্ষমতাধর সংস্থাটি কি করছে ?
শুধুমাত্র, ইসলাম, মৌলবাদ এই ঘটনাগুলো দিয়ে ব্লগার হত্যা বিচার করলে ভুল করবেন পাঠক, ব্যাপারটা এত সোজা নয় ! আর যদি করেন তাহলে আপনি হয় অসৎ নয় নির্বোধ। এবারে পাঠক আপনাদের সামনে একটা মহামূল্যবান প্রশ্ন রাখছি । কখনো ভেবেছেন এই ব্লগার হত্যার বেনেফিশিয়ারি কে ? বেনেফিশিয়ারি হলো, ১৫২ টি সিট বিনা ভোটে নির্বাচিত একটি অনৈতিক সরকার যে আন্তর্জাতিক সন্ত্রাসের এক্সটেনশান হিসেবে দেশকে মৌলবাদে আক্রান্ত দেশ হিসেবে দেখাচ্ছে আর এই হত্যাগুলোর মাধ্যমে নিজের একটা গ্রহনযোগ্যতা সৃষ্টি করবার চেষ্টা চালাচ্ছে । সরকার রং পাল্টানো গিরগিটি- একদিকে মদিনা সনদের সরকার আবার আরেক দিকে, ধর্ম নিরপেক্ষ সরকার। সরকার এক দিকে অভিজিৎদার বাবাকে সহানুভূতি জানায়, অপরদিকে বলে অভিজিৎদার খুনিদের ধরা সম্ভব না। দিনের শেষে এই সরকার নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ হিসেবেই দাবী করে, যা দেশে বিদেশে অনেক পক্ষকে সন্তুষ্ট করে।
মাঝখান থেকে প্রাণ যায় নাস্তিক, মুক্তচিন্তক ব্লগারদের......
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................