পৃথিবীতে যত মানুষ রোগে ভুগে মরেছে তার চাইতে মিলিয়ন বিলিয়ন গুণ মানুষ ধর্মের নামে, দেশপ্রেমের নামে, জাতির নামে মরেছে...।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত যত মানুষ মারা গেছে তার চেয়ে দশ গুণ বেশি মানুষ এই কয় বছরে অভিবাসী হতে গিয়ে সাগরে ডুবে মারা গেছে...।

ইবলা করোনা ডেঙ্গুতে যত মানুষ মারা গেছে তারচেয়ে একশ গুণ বেশি মানুষ সিরিয়া ইয়েমেন আফগানিস্তানে যুদ্ধে মারা গেছে...।

করোনা ইবোলা ডেঙ্গু মার্শ ভাইরাসে যত মানুষ আক্রান্ত হয়েছে তারচেয়ে একশ গুণ বেশি মানুষ আইএসের খিলাফতে যোগ দিতে ঘর ছেড়েছিল...।

করোনা ইবোলা ডেঙ্গু একদিন নিশ্চিহ্ন হবে প্রতিষেধক দিয়ে  কিন্তু আইএস ফেরত মুজাহিদীনদের ভাইরাস দূর করবেন কিভাবে? তালেবান মার্কিন চুক্তিতে নিজেদের বিজয় হিসেবে উল্লসিত দেড়শো কোটি মুসলমানদের সুস্থতার প্রতিষেধক কি? একটু ভালো থাকার জন্য উন্নত বিশ্বে পাড়ি দিতে চাওয়া জনতার সমাধান কে করবে? সারা পৃথিবী জুড়ে জাতীয়তাবাদের ভাইরাস কে সারাবে? বাংলাদেশের চার যুবক ওমরাহ করতে গিয়ে নিঁখোজ। পরে জানা গেলো তারা সৌদি জঙ্গিবাদের তাত্ত্বিক শুরু বান্নার শিষ্যত্ব নিয়েছে। আমি আসলে বিদেশ ফেরত প্রবাসীরা করোনা নিয়ে ফিরল কিনা তার চাইতে বেশি চিন্তিত ঐ যুবকদের ফেরা নিয়ে! 

পৃথিবীতে যত মানুষ রোগে ভুগে মরেছে তার চাইতে মিলিয়ন বিলিয়ন গুণ মানুষ ধর্মের নামে,  দেশপ্রেমের নামে, জাতির নামে মরেছে...।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted