পশ্চিমবঙ্গ জ্বলছে।

পশ্চিমবঙ্গ জ্বলছে
স্বাতীলেখা মিত্র

একদল লোক ট্রেনে অগ্নিসংযোগ করছে। চলো মেনে নিলাম সেগুলো কোলকাতার বাইরে। কিন্তু টিটাগড়? ট্রেনে লেডিস সিটে বসে থাকা কিছু মেয়েদের উদ্দেশ্যে একদল লোক বলছে "কাফের কা লেড়কি *** দো"। মানে টা কি? এগুলো কি নোংরামি? আমরা কি রাস্তায় বেরোব না? আমরা কি পাকিস্তানে আছি? এগুলো কি? সকাল অব্দি ভেবেছিলাম এসব এখানে কিছু হবে না। কিন্তু অবাক হলাম ব্যারাকপুর থেকে ফেরার সময়। ছিঃ ছিঃ। নিরাপত্তা কোথায় আমাদের? আমরা না বাঁচলে কিসের রাজনীতি? অগ্নিসংযোগের পরে তাহলে নেক্সট টার্গেট কারা? আমরা মেয়েরা? এবার কি তাহলে আমাদের টেনে নিয়ে যাওয়া হব ঘর থেকে। ছিড়ে খাওয়া হবে আমাদের? কি পরিণতি হতে চলেছে আমাদের? এই উগ্রতা কবে থামবে? রাজ্য সরকার চুপ কেন? নারী নিরাপত্তার কি প্রয়োজন কি বোধ হচ্ছে না কারো? এই উগ্রতা না থামলে কি আমরা ঘরে আটকে থাকব? ছিঃ। ইসলামিক ফ্ল্যাগ আবার কি? এরকম ইসলামিক ফ্ল্যাগ হলে তো হিন্দুরাও পতাকা নিয়ে ঘুরবে হিন্দুইজাম ফ্ল্যাগ বলে। কি কান্ড এগুলো। ট্রেন জ্বলছে, স্টেশনে আগুন   কল্যানী রোডে কাঠগোলা পুড়ছে শুধু মেয়েদের টেনে নিয়ে যাওয়া বাকি।

পরিষ্কার কানে ভেসে আসছে যারা সবুজ চাঁদ ওয়ালা পতাকা হাতে নিয়ে আসে তারা চিৎকার করে বলছে " পাকিস্তান জিন্দাবাদ"।  দেশদ্রোহীদের কিসের তোষণ? কিসের জন্যে তোষণ করছে সবাই এদের?  যাতে এরা নারীমাংস খেতে পারে?

আমার পরিচয় কি আপনারা জানেন। আমি একজন শিক্ষিকা, লেখিকা এবং ছোট মানের সমাজসেবিকা। কিন্তু আজ বোধ হয় সেসব কিছুই আর মানে রাখে না। আজ আমার মত অনেকের পরিচয় "কাফের কি লড়কি"। কিন্তু আমি বা আমরা কিন্তু কখনো জাত ধর্ম দেখে মানুষের পাশে দাড়াই নি৷ আর কত নিচে নামবে এরা জানা নেই। প্রতিবাদের একি রূপ? এ কি ভাষা?

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted