ওয়াজের হুজুরদের ধরলে আল্লাহ ব্যাজার হবে।

নাপিতদের নৈতিকতা একবার খেয়াল করুন! আমি জুয়া খেললে আপনার কোন সমস্যা আছে? কিন্তু আমি যদি সাইনবোর্ড লাগিয়ে ক্যান্সারের চিকিৎসা করার দাবী করি? কিংবা যৌন উত্তেজনা বাড়ানোর এড দিয়ে মলম বেচি? ঢাকা শহরে হাজার হাজার সাইনবোর্ড আছে, কয়েক হাজার হারবাল, ইউনানি কোম্পানি আছে যারা জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারছে এই নাপিতদের মাসোহারা দিয়ে। মন্ত্রণালয়, মন্ত্রী আর সরকারী নাপিতদের নগদ না দিয়ে কেউ প্রকাশ্যে বাটপারী করতে পারে না।

একটা মেয়ে সার্জারি করে তার স্তন বড় করেছে। সেটা যদি সে তার ইউটিউব চ্যানেলে জানায় তাতে দেশের একটি মানুষও পক্ষাগ্রস্ত হয় না। কেউ তার ভিডিও না দেখলেই চলে। তাকে ধরে থানায় এনে নাপিতরা মুচলেকা দিতে বাধ্য করিয়ে ছিলো কারণ সে নাকি সমাজকে নষ্ট করছে। কিন্তু ওয়াজে যারা হুমকি দেয়, যারা ভীতি ছড়ায়, নারীদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে, ভিন্নমতালম্বী মুসলিমদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে হত্যার ফতোয়ার দেয় তার তুলনায় কি কেউ স্তন বড় করলে দেশ বসবাসের অনুপযোগী হয়ে যায়?

একশ বছর আগেও বাউলদের লম্বা চুল কেটে দিতো তখনকার সমাজপতি নাপিতরা। চুল লম্বা রাখলে সমাজে নৈতিকতা নষ্ট হয়ে যায় না। কিশোর গ্যাং চুল লম্বা করলে গঠন হয় না, এসব গ্যাংয়ের জন্ম দেয় মহল্লার বড় ভাইরা। এই বড় ভাই ছাত্রলীগ, যুবলীগ করে। মহল্লায় তার গুন্ডামী সাম্রাজ্যের বরকন্দাজ বাহিনী গড়তে কিশোরদের হাতে অস্ত্র তুলে দেয়। এদের সবার মাথার চুল বড় না বা উদ্ভট হেয়ার কাটিংও থাকে না। এদের গায়ে হাত দেয়ার সাহস নাপিতদের হবে না! এদের যত নাচনকুদোন ঝাপের আড়ালের প্রেমিক প্রেমিকাদের উপর! ছেলেমেয়েরা চুমু খাচ্ছে তাতে নাকি দেশ রসাতলে যাচ্ছে! যখন আহমদ শফী বলছে মেয়েরা তেতুলের মত তাদের দেখলে লালা আসে মুখে তখন নাপিতদের মনে হয়নি দেশ রসাতলে যাচ্ছে? চরমোনাই হাটহাজারীর ধর্ম ব্যবসায়ীদের মানসিক শিষ্য প্রশাসনের নাপিতদের হাতে রাষ্ট্র এখন উল্টো চাকায় ভর করেছে। কে গাঁজা খাচ্ছে, কে বিয়ার কিনতে এলো, কার কাছে বিদেশী মদ- এগুলো ধরলে সোয়াব আছে। ওয়াজের হুজুরদের ধরলে আল্লাহ ব্যাজার হবে। মেয়েদের পর্দায় থাকতে হবে। ছেলেদের ইসলামী মাইন্ডের হতে হবে।… গ্রামবাংলার কবিরা পদ্য লিখেছিলো, ‘ঘাট আঘাট হইছে, কামার হইছে পাল, সকল নাপিত দারোগা হইছে কাটিবে কে বা*ল’…

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted