মোদি তার নিজের দেশের গুজরাটের কসাই হলে জুলফিকার আলী ভূট্ট ছিলো সাক্ষাৎ বাংলাদেশের কসাই!

Susupto Pathok

২৭ জুন ১৯৭৪। জুলফিকার আলী ভূট্ট বাংলাদেশে এলেন। তেজগাঁও বিমানবন্দরে ১৯ বার তোপধ্বনি করে ভূট্টকে স্বাগত জানানো হলো। ভূট্টকে বহনকারী মোটর শোভাযাত্রা যখন ফার্মগেইট অতিক্রম করছে তখন রাস্তায় জনতা একনজর ভট্টূকে দেখার জন্য জনস্রোত বানিয়ে ফেলেছে। করতালি উচ্ছ্বাসের সঙ্গে ‘ভূট্ট জিন্দাবাদ’ করছিলো জনতা। তোপখানা রোড অতিক্রম করার সময় জিন্দাবাদের ধ্বনি আর জনতার ভীড় সামলাতে রক্ষীবাহিনীকে লাঠি চার্জও করতে হয়…।

মোদি তার নিজের দেশের গুজরাটের কসাই হলে জুলফিকার আলী ভূট্ট ছিলো সাক্ষাৎ বাংলাদেশের কসাই! ২৫ মার্চ ১৯৭১ ভূট্ট ঢাকায় ছিলো। পাকিস্তানী সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের চাক্ষুস ছিলেন ভূট্ট। করাচি ফিরে গিয়ে ভূট্ট খুশি মনে গণমাধ্যমের কাছে বলেছিলেন, আল্লার রহমতে পাকিস্তান রক্ষা পেয়েছে…। বেনোয়েটের বিক্ষত লাশ, হাতবাধা, চোখবাধা লাশ নদীর স্রোত আটকে দিয়েছিলো পুরো ৭১ সাল জুড়ে। বাংলাদেশের নারীদের ধর্ষণ করে বাঙালী মুসলমানকে আধা হিন্দু থেকে সম্পূর্ণ মুসলিম বানানোর পাকিস্তানী সেনাবাহিনীর নীল নকশার দায় ভূট্টর। সেই ভূট্ট স্বাধীনতার মাত্র আড়াই বছর পর যখন বাংলাদেশ সফরে এলেন তার সফর ঠেকানোর ঘোষণা কেউ করেনি! কমিউনিস্ট জাসদ নেতাদের ভূট্টর সঙ্গে সাক্ষাতের জন্য দৌড়ঝাপ ছিলো দেখার মত। কাজেই আজকের মোদির ঢাকা সফরকে ঠেকানোর ঘোষণার মধ্যে কোন অসাম্প্রদায়িক মানবিক অবস্থান নেই। একাত্তরের জল্লাদ ভূট্টকে যারা বীর রূপে বরণ করে নিয়েছিলো তাদের কি কোন চরিত্র আছে?

সৌদি যুবরাজ বাংলাদেশ সফরে এলে ভিপি নূর তাকে প্রতিহত করার ঘোষণা দিবে? ইয়েমেনের লক্ষ লক্ষ শিশুদের না খাইয়ে মেরে ফেলে, শত শত নিরহ মুসলমান হত্যাকারী সৌদিযুবরাজকে কেউ কসাই বলেছে? সিরিয়ায় পাখির মত মানুষ হত্যাকারী এরদোয়ানকে কেউ কসাই ডাকবে? পাকিস্তানী প্রধানমন্ত্রীরা যখন বাংলাদেশে আসে তখন মোদিকে আটকানোর ঘোষণাকারী মানবতাবাদীরা কি পাকিস্তানী হিন্দু খ্রিস্টান নিপীড়ন ও বেলুচদের পাইকারী হারে হত্যা গুমের জন্য কি তার সফর প্রতিহতের দাবী উঠে? এবার ইমরান খানের জাতিসংঘের ভাষণ নিয়ে এদেশে কারা কারা যেন উচ্ছ্বাসিত হয়েছিলেন? যে জাতি তার নিজের মায়ের ধর্ষণকারীর নামে জিন্দাবাদ দেয় তাদের মোদি প্রতিহত করার ঘোষণা স্রেফ সাম্প্রদায়িক রাজনীতির অংশমাত্র।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted