ভারতের দেওবন্দের মত মাদ্রাসা কেন থাকবে যেখানে গজওয়াতুল হিন্দ পড়ানো হবে?

বাংলাদেশে করোনা ছড়িয়েছে হুজুররা। তারা মানুষকে সতর্ক হতে দেয়নি। ভারত তো মুসলিম দেশ না ভারত তাহলে হুজুরদের তোয়াজ করল কেন? 

হিন্দুরা অন্যকে হিন্দু বানায় না। তাহলে তারা কেন হিন্দুকে মুসলমান হতে হুজুরদের তাবলীগী সুযোগ করে দিবে? ভারতে কেন তাবলীগ জামাতের হেড অফিস থাকবে? 

ভারত কেন মুসলিম পার্সনাল ল মেনে নিবে? যে আবর্জনার জন্য মুসলিম দেশগুলোর সেক্যুলার নাস্তিকরা লড়ছে সেগুলো কেন ভারতে অবাধে চলবে? 

ভারতে কোন ইসলামিক পার্টি থাকতে পারবে না। ভারতের দেওবন্দের মত মাদ্রাসা কেন থাকবে যেখানে গজওয়াতুল হিন্দ পড়ানো হবে?  হিন্দুদের শেকলে বেধে মুসলমানরা খিলাফত আদায় করবে এটা ভারত কেন পড়তে দিবে? কোন মুসলিম দেশ এরকম করতে দিবে হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধদের?  দিবে না। 

বাংলাদেশ মুসলিম দেশ বলেই মসজিদ তাবলীগ বন্ধ করতে পারেনি করোনা ছড়িয়ে পড়ার আশংকা জেনেও। ভারত তো মুসলিম দেশ না। ভারত কেন দিল্লী মার্কাজ চলতে দিলো?

করোনা পরবর্তী হুজুর দমন করা না গেলে কুসংস্কার দিয়ে তারা ভবিষ্যতে আরো বড় রকমের বিপদ ডেকে আনবে। তাদের মুসলমান আর কাফের -এই দুইভাগে পৃথিবীকে বিভক্ত করতে দেয়া হবে না। মুসলিম মনোভাব দূষিত করতে তাদের আর সুযোগ দেয়া চলে না।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted