ফেরাউন নিয়ে মুসলিমদের মিথ্যাচার 🕋

ফেরাউন নিয়ে মুসলিমদের মিথ্যাচার 🕋

ফেরাউন নামটা শুনি  নাই উপমহাদেশে এমন মানুষ খুব কমই রয়েছে। আবার অনেকেই ফেরাউনের নাম বলে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করেছে।

ফেরাউন আসলে কে??
প্রশ্নটা সম্পূর্ণ ভুল। ফেরাউন কোন এক ব্যক্তির নাম না বরং মিশরের উপাধি । ফারাও হলো গ্রিক-রোমান কর্তৃক বিজয়ের পূর্ব পর্যন্ত প্রাচীন মিশরীয় রাজবংশের রাজাদের প্রচলিত উপাধি। এরা নিজেদেরকে সূর্যের বংশধর মনে করত। নিজেদেরকে দেবতা বলে মনে করায় তারা বংশের বাইরে কাউকে বিবাহ করত না। ফলে ভাইবোনেদের মধ্যেই বিবাহ সম্পন্ন হত। ফেরাউনরা মৃত্যুর পরও জীবন আছে বলে বিশ্বাস করত। তাই তাদের মৃত্যুর পর পিরামিড বানিয়ে তার নিচে সমাধিকক্ষে এদের দৈনন্দিন জীবনের ভোগ-বাসনার সমস্ত সরঞ্জাম রক্ষিত ।

ফেরাউন সম্পর্কে রেফারেন্স দেওয়া হল: https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%93

ইসলামিক উল্লেখিত ফেরাউনের নাম ছিল রামেসিস। দ্বিতীয় রামেসিস মিশরের ফারাওদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাজা ছিলেন এজন্য তাকে বলা হয় "রামেসিস দ্যা গ্রেট"। ৬৬ বছর শাসন করে ৯০ বছর বয়সে উনি মারা গেছিলেন। মানে বৃদ্ধ বয়সে দ্বিতীয় রামেসিসের মৃত্যু হয় যেটা কোরানের সাথে মেলে না। মৃত্যুর কারন কি ছিল? মমি পরীক্ষায় জানা গেছে উনি মারা গেছিলেন বার্ধক্যজনিত আরথ্রাইটিস এবং আরট্রাইটিস সাথে খারাপ দাঁতের সংক্রমণজনিত কারনে। যেটা কোরানের সাথে অমিল। দ্বিতীয় রামেসিসের উচ্চতা ছিল পাচফুট সাত ইঞ্চি।

ফেরাউন কোথায় মারা গিয়েছিলেন??
ফেরাউনের মৃত্যুর ৩ হাজারেরও বেশি সময় পার হলে মুসলিম সমাজে এখনো এটা ঠিক করতে পারেনি যে ফেরাউন কোথায় মারা গিয়েছিল । কোন কোন ইসলামিক স্কলার দাবি করে ফেরাউন নীল নদে মারা গিয়েছিল আবার কেউ কেউ দাবি করে ফেরাউন লোহিত সাগরে মারা গিয়েছিল।

লোহিত সাগরে মারা গিয়েছিল দাবি করেছেন মিজানুর রহমান আজহারী : https://youtu.be/ugfr-9GNjO8

অবশ্যই ইতিহাস বলে উনাকে প্রথমে KV7 নামের সমাধিতে রাখা ছিল। ডাকাতির (রত্ন সামগ্রীর লোভে প্রচুর চুরি ডাকাতি হত) জন্য সেখান থেকে উনার মমি আরেক সমাধিতে নিয়ে যায় হয়। ৭২ ঘন্টা পর সেখান থেকে আবার TT320 নামের সমাধিতে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনা দ্বিতীয় রামেসিসের গায়ে জড়ানো কাপড়ে লেখা হায়ারোগ্লিফিক্স লিপি থেকে জানা গেছে। এই তথ্যো কোরানের বিপরীত।

এবার আসুন ফেরাউন কিভাবে মারা গেছে তার ইসলামিক ব্যাখ্যা। কুরআন হাদীস এ মুসা (আঃ) সাথে যুদ্ধ করতে করতে নীল নদ বা লোহিত সাগর কাছে আসে মুসা(আঃ) । তিনি এবং তার সাহাবীরা নদী পার হয়ে যাওয়ার পর ফেরাউন এবং তার সৈন্যরা দেখতে পাই সমুদ্রের মধ্যে লোহার তৈরি ব্রিজ।
৩ হাজার বছরেরও বেশি আগে সমুদ্রের মধ্যে লোহার ব্রিজ কিভাবে সম্ভব?? যদি সত্যিই এমন কোন অলৌকিক ব্রিজ তৈরি হতো তাহলে ফেরাউনের মত একজন চতুর রাজা পরীক্ষা-নিরীক্ষা না করে পার হওয়ার মত বোকামি কোনদিনও করতেন না। কারন দ্বিতীয় রামেসিসকে বলা হত সবথেকে চালাক চতুর রাজা। যায় হোক ফেরাউন এবং তার সৈন্যরা যখন ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছায় তখন ব্রিজ সহ সাগরের মধ্যে পড়ে যায় ফেরাউন। এটা কাল্পনিক ছড়া কি হতে পারে।

এমন বিখ্যাত একজন রাজার এমন মৃত্যু যদি হতো তাহলে তাই আর কিছু দলিল থাকতো কিন্তু এরকম কোন দলিল নাই। মিশরের সবকিছু সংরক্ষণ করতে ভালোবাসতো। একজন গ্রেট রাজার এমন মৃত্যু অবশ্যই তারা সংরক্ষণ করতো।

এবার আসা যাক ফেরাউনের লাশ কেন পচে নাই বা গলে নাই?? 
তার কারণ হচ্ছে মমি। মমির ইতিহাস অনেক পুরনো। মুসা (আঃ) জন্মের প্রায় ২৫০০ বছর আগে মমির ইতিহাস শুরু হয়েছিল। তাছাড়া ফেরাউনের লাশ লবণ কোথা থেকে আসলো এমন প্রশ্ন আনেক ইসলামিক স্কলার করে থাকেন। মমি কিভাবে করা হয় তা সম্পর্কে পরলে বোঝা যায়। কারণ মমি তৈরিতে লবণ ব্যবহার করা হয়। সুতরাং ফেরাউনের মমিটার অলৌকিক কোন ব্যাখ্যা নেই বরং বাকি সব রাজাদের মতো ফেরাউনের লাশ মনে করা হয়েছিল। তাছাড়া মমিটি বর্তমান মিশরের রাজধানীতে যে মিউজিয়ামে রাখা রয়েছে তাও কাঁচ দিয়ে এবং মেডিসিন দিয়ে রাখা হয়েছে।খোলা অবস্থায় নিয়মিত পরিচর্যা ছাড়া খুব বেশিদিন টিকবে না।

ফেরাউনের কাহিনী অনেকটা পৌরাণিক কাহিনীর মত সাজিয়ে লেখা হয়েছে এবং ইসলামিক সমাজকে ভয় দেখানো হয়েছে।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted