বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি নগরী ব্রাহ্মণবাড়িয়া আজ আফগানিস্তান হওয়ার পথে।।

বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি নগরী ব্রাহ্মণবাড়িয়া আজ আফগানিস্তান হওয়ার পথে।।

ব্রাহ্মণবাড়িয়া কে বলা হয় বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি নগরী।। বিভিন্ন খ্যাতনামা অনেক ব্যক্তির জন্ম এই ব্রাহ্মণবাড়িয়া তে, যারা তাদের কৃতকর্মের মাধ্যমে সমৃদ্ধ করছে এই ব্রাহ্মণবাড়িয়া তথা বাংলাদেশ তথা সমগ্র ভারতীয় উপমহাদেশ কে।।

ব্রাহ্মণবাড়িয়া তে জন্ম নেয়া কয়েকজন বিখ্যাত মানুষের নাম ও তাদের কাজের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি আমরাঃ

🌹অখিলচন্দ্র নন্দী, অতীন্দ্রমোহন রায়, উল্লাসকর দত্ত, গোপালদেব প্রমুখ ব্রিটিশ বিরোধী বিপ্লবী,

🌹উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীজ্ঞ ও সেতার বাদক ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ইয়াসিন খাঁ,  কিরীট খান।

🌹লোকসংগীত শিল্পী অমর পাল, আফতাবউদ্দিন খাঁ, মলয়া সংগীতের স্রষ্টা ও মরমী সাধক মনমোহন দত্ত।

🌹অমর উপন্যাস "তিতাস একটি নদীর নাম " এর স্রষ্টা ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মন, কবি আল মাহমুদ।।

🌹আইনজীবী, রাজনীতিবিদ ও ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত।

🌹প্রাক্তন ভারতীয় টেস্ট প্লেয়ার প্রবীর সেন 

🌹পুতুল নাচের স্রষ্টা বিপিন পাল সহ আরো অনেক খ্যাতনামা  ব্যক্তির জন্ম এই ব্রাহ্মণবাড়িয়াতে।

🏵বিখ্যাত মোরাগ লড়াই, তিতাস নদীর নৌকাবাইচ, ষাড়ের লড়াই সব কিছুই ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতির অংশ।।।

🌼এখানেই আছে বিখ্যাত "কালভৈরব" এর মুর্তি (২৮ ফুট উঁচু)।।

এছাড়াও শিল্প সংস্কৃতির অনেক কিছুই ছড়িয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পড়তে পড়তে।।।

কিন্তু শিল্প সংস্কৃতির ব্রাহ্মণবাড়িয়া আজ অজ্ঞতা, ধর্মীয় গোড়ামী, হানাহানি ও মৌলবাদের আতুর ঘরে পরিনত হচ্ছে।।।

একসময় আফগানিস্তান ও শিল্প সংস্কৃতির ধারক ও বাহক ছিল কিন্তু অজ্ঞতা আর মৌলবাদ আফগানিস্তান কে রক্তের নগরীতে পরিনত করেছে।।।

করোনা পরিস্থিতি তে পুরো বিশ্ব যেখানে স্তব্দ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াবাসী তাদের কৃতকর্মের জন্য বারবার খবরের শিরোনাম হচ্ছে।।।

গ্রামে গ্রামে মারামারি,  প্রতিপক্ষের পা কেটে উল্লাস এই সব কর্মকান্ডের জন্য বারবার খবরের শিরোনাম হচ্ছে এই সংস্কৃতি  নগরী।।

তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে আজকের ঘটনা।।
দেশের সবকিছু স্থবির হয়ে যাওয়ার পরেও এক হুজুরের মৃত্যুতে জানাজা পরার জন্য প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়।।। যদি এই লক্ষাধিক মানুষের মধ্যে ৪-৫ জন করোনা রোগী থেকে থাকে তাহলে আজ কত জনের মধ্যে ছড়িয়ে গেছে এই ভাইরাস তা কি কেউ বলতে পারেন??? যদি করোনা ছড়িয়ে যায় এই সব মানুষের মধ্যে তাহলে এই সংস্কৃতি নগরী শশ্মানে পরিনত হতে সময় নিবে না।।।

অজ্ঞতা ও কুসংস্কার এর জন্য এই নগরীর ভবিষ্যৎ আজ হুমকির সম্মুখীন।।

সনাতনী দিদি ও দাদারা যারা ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা তারা আপাতত ১৫-২০ দিন খুব সাবধানে থাকবেন এবং মহামারী থেকে নিজেদের রক্ষা করুন।।।

পরিশেষে সবাইকে ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।।


0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted