মমতা ও বামরা কি আদৌ পশ্চিমবঙ্গকে ধর্মনিরপেক্ষ রাজ্য হিসেবে গড়ে তুলতে পেরেছে ?
মমতা ও বামরা কি আদৌ পশ্চিমবঙ্গকে ধর্মনিরপেক্ষ রাজ্য হিসেবে গড়ে তুলতে পেরেছে ? নাকি ধর্মনিরপেক্ষতার ভেকধরে সাম্প্রদায়িক রাজ্য হিসেবে গড়ে তুলছে? আসুন কিছু কার্যক্রম দেখে নেওয়া যাকঃ ১)ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাড়ি কেটে, মাথা মুড়িয়ে কালি লাগাতে পারলে ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন কলকাতার টিপু সুলতান মসজিদের ''ইমাম বরকতি'' ও তৃণমূল কংগ্রেসের সাংসদ ইদ্রিস আলী। মুসলমান দেশের কোন হিন্দু,বৌদ্ধ, খিস্টান ধর্মগুরু কি প্রধানমন্ত্রীর দাড়ি কেটে, মাথা মুড়িয়ে কালি লাগাতে ঘোষণা করছে? কতটা শক্তিশালী হলে এমন মন্তব্য করতে পারে? ২)মমতা ব্যানার্জি মুসলমানদের আপত্তিকে গুরুত্ব দিয়ে জুলফিকার সিনেমার কিছু দৃশ্য এবং সংলাপ বাদ দিতে প্রযোজক ও পরিচালককে বাধ্য করেছেন৷ এদিকে, পিকে এবং "ও মাই গড" সিনেমায় "সনাতন ধর্ম" বিদ্বেষী কথাবার্তা থাকার পরও হিন্দুত্ববাদী বিজেপি সরকার ছবিটি রিলিজ করেছে। আর মমতাদি সংখ্যালঘু মুসলমানদের কারণে সিনেমাটাই কাটছাঁট করে ফেলেছেন। ৩)মুর্শিদাবাদের মালদায় ইসলামের জীবানু বহনকারী মুসলমানদের কারনে, নারীদের ফুটবল খেলা স্থগিত করে মমতার প্রশাসন। ৪)মমতা ব্যানার্জি তসলিমা নাসরিনের লেখা নাটক নিষিদ্ধ করেছে। এমনকি কলকাতা বইমেলায় তসলিমার বই ‘নির্বাসন’-এর প্রকাশনা অনুষ্ঠান বন্ধ করে দেয় ।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................