“মহারাষ্ট্রের ঘটনা এবং বিরাট হিন্দু সমাজ”

“মহারাষ্ট্রের ঘটনা এবং বিরাট হিন্দু সমাজ” 
ডাঃ মৃনাল কান্তি দেবনাথ 

ফেস বুকে অজস্র হিন্দু মহারাষ্ট্রে দুজন সাধু এবং তাদের গাড়ির চালকের পিটিয়ে মারার ঘটনায় মর্মাহত। সারা ফেসবুকে এর বিরুদ্ধে মহাসংগ্রাম করার আহবান। নানা অস্ত্র শস্ত্রের ছবি পোষ্টে ছয়লাপ। টি ভি র পর্দায় ও দেখলাম। 

মর্মাহত আমিও। কিন্তু বিস্মিত নই। কেনো নই???? 

এমন ঘটনা কি আজ প্রথম ঘটলো? বাংলাদেশে প্রায় প্রতিদিন ঘটছে। কিছুদিন আগে রামকৃষ্ণ মিশনের এক সাধুকে গাছে বেধে পিটিয়ে মারে নি? কি করেছে এই বিশাল জাগ্রত হিন্দু সমাজ? ঘেচু। 

সেই রামকৃষ্ণ মিশন এবার ই কুমারী পুজার নামে একটি মেয়েকে পুজো করলো, যে ঐ পিটিয়ে মারার সাম্প্রদায়ের। কি ঘন্টা করেছো হিন্দুরা আমার???? 

এই দেশের হিন্দু সাধু মহারাজেরা কি শুধু গাঁজায় দম দিয়ে বসে আছে? রাজনীতিক রা কিচ্ছু করবে না। মন্দির বানানোর জন্য এতো বছর ধরে সংগ্রাম হলো, তারপর কোর্টের দ্বারা সমাধান পেয়ে কি আনন্দ!! 

কেনো, বাড়ির পাশে ‘মায়ানমারে বৌদ্ধ ভিক্ষুরা’ দেশ বিরোধী রোহিঙ্গাদের কি করে দেশ ছাড়া করলো তা দেখেনি এই জটা জুটো ধারী গুলো ত্রিশুল হাতে নিয়ে??? পরশুরাম তো সন্ন্যাষী ছিলেন। তিনি কি ২১ বার এই ক্ষত্রিয় ( শাসক শ্রেনী) দের নিশ্চিহ্ন করেন নি???? মহামতি চানক্য কি করেছিলেন তা এরা কি জানেন ???? 

পরিকল্পনা করে, হ্যা বেশ ভালো করে পরিকল্পনা করেই দেশের মধ্যে একটি শ্রেনী তৈরী করা হয়েছে বিগত প্রায় ২০-২৫ বছর ধরে যারা এই সব করে বেড়াচ্ছে। এই নিয়ে গত  ৬-৭ বছর আমি নিয়মিত লিখে আসছি। কিন্তু কে কার কথা শোনে। দিন রাত ফেসবুকে মারিতং ধরিতং ছাড়া কারো কিছু করার ক্ষমতা নেই। 

ভারতের হিন্দু নামধারী, ‘শান্তি শান্তি, অসাম্প্রদায়িক, সর্ব ধর্ম সমন্বয় কারী, মানবতাবাদী, উদারপন্থী, চীন পন্থী, আরবী পন্থী রা স্কুলের পাঠ্য বই লেখা থেকে শুরু করে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় দাপিয়ে বেড়াচ্ছে। কি করতে পেরেছে হিন্দুরা??? 

আজো আমাদের পশ্চিম বাংলায় কি চলছে তা কি কেউ ভাবছে?? আমার তো মনে হয় না। বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন হিলারী ক্লিন্টন ছিলেন বিদেশ মন্ত্রী। তিনি ভারতে এসে দিল্লীর কাজের ফাকে একমাত্র আমাদের পশ্চিম বঙ্গের মুখ্য প্রশাসকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কেনো? এই দেশে আর কি কোনো মুখ্য মন্ত্রী ছিলেন না।???

 হিন্দুদের একটি বেশ বড়ো সংগঠন তৈরী হচ্ছিলো, সেটা আজ ভেংগে দিয়ে তিনভাগ হলো, কেনো, কোন কারনে, কাদের অঙ্গুলি হেলনে, কাদের টাকায়, কেউ তা নিয়ে কেনো ভাবেন না??? 

বাজপেয়ী জী প্রধান মন্ত্রী হবার পর, বিশ্ব রাজনীতি নড়ে চড়ে বসেছিলো। কিন্তু তিনি বা তার দল কেনো আবার হারলো এবং পরবর্তি দশ বছর তার দল আর ক্ষমতায় এলো না। কেনো? বাজপেয়ী কি খারাপ প্রধান মন্ত্রী ছিলেন? মোটেই না। কিন্তু তিনি একটি ভুল করেছিলেন। দেশের আসল শত্রু কে বা কারা তা চিনতে ভুল করে ছিলেন। 

মোদিজী প্রধান মন্ত্রী হবার পর তাকে সরানোর জন্য দেশ এবং বিশ্ব ব্যাপি যে ষড়যন্ত্র চলছে, দেশের মধ্যেই যে ভাবে দেশ বিরোধী তৈরী করার আকড়া হয়েছে এবং হচ্ছে তা কি হিন্দুদের অজানা? বিশেষ করে পশ্চিম বংগে, যে ভাবে তাদের কাজ কর্ম চলছে তা কি কেউ দেখতে পাচ্ছেন না??? হ্যা পাচ্ছেন। কিন্তু এরা কিছুই করছেন না। তার কারন একদল সেই দেশ বিরোধীদের উচ্ছিষ্ট ভোগী আর এক দল নপুংসক ( এই সংগার জন্য দুঃখিত,কিন্তু এই ছাড়া কিছু বলার নেই), ফেসবুক যোদ্ধা।  

এই ফেসবুকে ই আমি অনেক শিক্ষিত অল্প বয়ষীদের লেখা দেখতে পাই তারা হিন্দু ঘরের ছেলে মেয়ে হয়েও যে সমস্ত কথা লেখে বা মন্তব্য করে তা দেশ বিরোধী ছাড়া আর কিছুই নয়। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে গালাগাল দেওয়া হয় এবং তার যা ভাষা তা সব সভ্যতা ভব্যতার মাত্রা ছাড়িয়ে যায়। 

আমার লেখার একজন পাঠক আমাকে আজ বলেছেন তিনি চিন্তিত,কারন ইউ টিউবে কিছু বক্তব্য শুনেছেন যা রীতিমতো ভীতিপ্রদ। ভয় টা কাদের নিয়ে। যারা এই সাধুদের মারলো না যাদের অঙ্গুলি হেলনে এদের মারা হলো? যারা মারলো, তারা ক্ষ্যাপা কুকুর, কিন্তু যারা ক্ষ্যাপালো তারা কি? 

যে লোকটি ভারতে ‘ভাইরাস’ ছড়ানোর জন্য ৩০% দ্বায়ী তাকে আজো খুজে পাওয়া গেলো না। কেনো? 

যেখানে সর্ষের মধ্যেই ভুত বসে আছে সেখানে ভুত তাড়াবেন কি করে? পারবেন না। মোদিজী কে সরানোর জন্য প্রায় ৫০ টি প্লান তৈরী। একটার পর একটা লাগু করা হচ্ছে। কারা করছে?? তারা এই দেশের হিন্দুদের চোখের সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছে। আমি নিজে এই সব লিখে লিখে এখন বন্ধ করে দিয়েছি। কারন বুঝেছি, হিন্দুরা জেগে ঘুমায়। এদের জাগানো যাবে না। তাই বৃথা কেনো বাক্য ব্যয় করা আর এদেরই গালাগাল খাওয়া। 

পশ্চিম বঙ্গে এবং আরো কিছু রাজ্যে বেশ কিছু্দিন ধরে, এবং সম্প্রতি ‘ভাইরাস’ এসে যা করেছে এবং তার প্রতিরোধে যে কাজ করা হচ্ছে তাতে এখানে অনেক আগেই “ মিলিটারী শাসন জারি করা উচিত ছিলো” ( আমি সে কথা আগেই লিখেছি)। তা সেই দম ক’জনের আছে??????? ভাষন বাজি তো কতো শুনছি। শুনেই চলেছি, আরো শুনবো।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted