খৎনার প্যাঁচাল :
----------------------
খ্রীস্ট জন্মের প্রায় দু-আড়াই হাজার বছর আগে মিশরে পুরুষের খৎনার ইতিহাসের শুরু। পাথরে খোদাই বা ছবির মাধ্যমে এই প্রাচীনতম ইতিহাস পাওয়া যায়।
[https://en.wikipedia.org/wiki/History_of_male_circumcision](https://en.wikipedia.org/wiki/History_of_male_circumcision?fbclid=IwAR0vQqxydleL8u8s1chBiFtPU8GnNkUuiKDSsA3gBJRxnWK1snjlQ3rJ2RA) । বিখ্যাত গ্রীক পর্যটক হেরোডোটাস মিশর ঘুরে লিখেছেন এই প্রথা প্রচলনের কথা । সাব-সাহারান আফ্রিকা অর্থাৎ ইথিওপিয়া ইত্যাদি, এবং মধ্যপ্রাচ্য, যেমন সিরিয়া, ইজরায়েল এসব জায়গাতেও এর প্রচলন ছিল। ওল্ড টেস্টামেন্ট এও পাওয়া যায় ঈশ্বরের আব্রাহামকে এ বিষয়ে নির্দেশ দেওয়ার কথা। গ্রীক-রোমানরা মিশরীয়দের এই প্রথা ভালো চোখে দেখত না। খৎনার উৎপত্তি ১০০% সঠিক সময় ধরা না গেলেও এটা পরিষ্কার যে হিউম্যান মাইগ্রেশন-এর তুলনায় সাম্প্রতিক আবিষ্কার, তার কারণ ইউরোপ, মধ্যএশিয়া ইত্যাদি অঞ্চলে কোথাওই এই প্রথার ঐতিহাসিক প্রমান নেই। তৎসম বাংলায় খৎনার কোনো প্রতিশব্দ নেই।
খৎনা নিয়ে গবেষকদের কেউ বলে ‘পরিষ্কার’ হওয়ার চিন্তা, কেউ বলে ধর্মভিত্তিক ‘স্যাক্রিফাইস’......ইত্যাদি। এই প্রথা আমজনতার মধ্যে ছড়াল সংগঠিত ধর্মের পিঠে চড়ে। ইহুদী ধর্মে এই প্রথা প্রায় বাধ্যতামূলক । ইহুদীরা সদ্যোজাত বাচ্চাদের খৎনা করে যা বাচ্চার জন্য একটা গভীর শক ও ট্রমা !! গোঁড়া ইহুদী র্যাবাইরা দাঁত দিয়ে কামড়ে অগ্রচামড়াটা ছেঁড়ে, ফলে লালাবাহিত রোগের সম্ভাবনা থাকে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। [http://www.huffingtonpost.com/…/baby-dies-circumcision-ritu…](http://www.huffingtonpost.com/2012/03/06/baby-dies-circumcision-ritual-herpes_n_1322420.html?fbclid=IwAR1lCYS-LtGkLzYCUmUS56ohtLZ6fbGK52amsoE8IJyKarf_JHvubl-ao2s) । খৎনাকারীরা স্বপক্ষে বলে: এইচআইভি সংক্রমণের হার খুব বেশি হলে, খৎনা করা থাকলে নারী থেকে পুরুষের সংক্রমণের হার কিছু নাকি কমে! ইসলামে এই প্রথা সুপ্রচলিত । কোরানে সরাসরি এ সম্পর্কে কিছু বলা না থাকলেও নানা হাদিস থেকে জানা যায় যে ওই সময়ে আরবে ও সংশ্লিস্ট এলাকায় এই প্রথা প্রচলিত ছিল, এবং মুহম্মদও তা বজায় রেখেছিল । [https://en.wikipedia.org/wiki/Khitan_%28circumcision%29](https://en.wikipedia.org/wiki/Khitan_%28circumcision%29?fbclid=IwAR36EF27cfPYxiOdpBWnLkzNG1xpANLaTO9mk5XNcFyKC-o88vlzhtbJCNY) ।
জার্মানিতে এক কোর্ট রায় দিয়েছিল যে মুসলিম বা ইহুদীরা যে বাচ্চা ছেলেদের খতনা করায় তা অহেতুক শারীরিক ক্ষতির কারণে বেআইনি ।
খৎনা নরবলির মত প্রাচীন প্রথার থেকে কি আলাদা কিছু ?
[
](https://www.facebook.com/photo.php?fbid=946401279111177&set=a.229963767421602&type=3&eid=ARCPxxqynlKasaHfjpmcbIR_je800qwbmV3fpEzDDLz4-kFw9eSpoIQJ0xEa7lKhq4viSGMH62P1B4L7)
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................