★দাঁত ভাঙ্গা জবাব★
আজকাল দেখছি হিন্দু ধর্ম বিরোধী
কিছু অশ্লীল প্রশ্ন যা আক্রমনাত্মক ভাবে
হিন্দু ধর্মকে কটাক্ষ করার জন্য ছুঁড়ে
দেওয়া হয়েছে।। চেষ্টা করছি
এসব খন্ডন করে প্রকৃত সত্য মানুষের সামনে
তুলে ধরতে....
>> প্রথমে বলা হয়েছে, শিবের নাকি
60,000 জন পত্নী আছে !! তিনি নাকি
60,000 বিবাহ করেছেন !!
উত্তরে আমি বলব, কোন হিন্দুই এমন কথা শুনিনি।। শুনেছি শুধু শিব দুর্গা বা শিব পার্বতী।। সাম্প্রতিক সময়ে দেশে কিছু নাস্তিক এবং মুসলিমরা এই ধরনের ব্যাখ্যা তৈরি করেছে অথচ এটা সত্য নয়। আমি আপনাদেরকে নিচেই উইকিপিডিয়ার লিংক দিয়ে দিচ্ছি যেখানে শিব সম্পর্কে বর্ণনা করা আছে সেখানে এ ধরনের কোন কথা উল্লেখ নাই। যে ব্যক্তি আপনার কাছে এ ধরনের প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে তার কাছে ভেরিফাইড লিঙ্ক চান বা অথেনটিক কোন হিন্দু ধর্মের উৎস চনা। দেখবেন এরা দিতে পারবে না। কারণ এরা কপি-পেস্ট জ্ঞান অর্জন করেছে এর থেকে বেশি কিছু না।
https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AC
আমাদের ধর্মে দেব দেবীরা সকলেই
স্বামী স্ত্রী সহ একসাথে আছেন, যেমন,
লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, শিব
পার্বতী।। কোথায় দেবাদিদেব
এতোগুলো বিবাহ করলেন তার কোন
শাস্ত্রীয় প্রমাণ নাই।। সুতরাং এটি
সম্পুর্ণ মিথ্যা কথা।। ।
>> সেখানে প্রশ্ন করা হয়েছে শিব
নাকি তার লিঙ্গের পূজা করতে
বলেছেন !!
ছি ছি, জ্ঞানহীনতা যে কতো বড়
অন্যায় তা এবার জেনে নিন।। লিঙ্গ
শব্দটি এসেছে সংস্কৃত লিংক বা
লিনগ্রাম শব্দ থেকে যার অর্থ চিহ্ন।।
আর্থাৎ শিব লিঙ্গ মানে শিবের চিহ্ন।
কেউ সাকার মহাদেব পূজা করে আবার
কেউ তাঁর চিহ্নের পূজা করে। এটাই
সত্য। আবার লিঙ্গ শব্দটি ব্যাবহৃত হয় পুং
এবং স্ত্রী বাচক চিহ্ন হিসেবে। যেমন,
বাবা মা, বর কনে, ছেলে মেয়ে
ইত্যাদি। তাহলে এখানে লিঙ্গ মানে
যৌনাঙ্গ কিভাবে হলো?? আর লিঙ্গ
মানে যদি যৌনাঙ্গই হতো তাহলে
বাংলা ব্যাকরণে লিঙ্গ পরিবর্তন
বিষয়টিই থাকত না। কারন, কারো
যৌনাঙ্গ পরিবর্তন করা কি সম্ভব??
>> সেখানে প্রশ্ন করা হয়েছে, ভগবান
শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা হলে কিভাবে
মামীর সাথে সম্পর্ক করেন??
বেদে বলা আছে লক্ষ্মী নারায়নের
কথা। আবার কৃষ্ণ বলেছেন তিনিই বেদ
বেত্তা। অর্থাৎ, যিনি নারায়ন
তিনিই কৃষ্ণ।। আবার, ভগবান যখন লীলা করতে ধরাধামে আসেন, তখন তিনি কিন্তু একা আসেন না। আসেন তাঁর পারিষদ সহ।। সেকারনেই দ্বাপর যুগে দেবকীর গর্ভে আসেন কৃষ্ণ আর বৃষভানু নন্দিনীর ঘরে আসেন রাধা রানী। তাই রাধা কৃষ্ণের সম্পর্ক শুধু দ্বাপর যুগের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা যুগ যুগ ধরে সৃষ্টির আদিকাল থেকেই বিরাজিত।
যারা আপনাকে এই প্রশ্নটা করবে তখনই তাদের কাছে উল্টো প্রশ্ন করুন কৃষ্ণের কোন মামার স্ত্রী রাধা ছিল? দেখবেন এদের কাছে উত্তর নাই কারণ এরা খবর পোস্ট করা জ্ঞান অর্জন করেছে।
>> সেখানে বলা হয়েছে, দুর্গা কালী
সৃষ্টিকর্তা হলে কিভাবে তারা হত্যা
করে, রক্ত পান করে??
উত্তরে আমি বলব, দুর্গা কালী সৃষ্টিকর্তা
না। তারা ভগবানের শক্তির প্রকাশ
স্বরুপ।। আমরা কেউই তাদের সৃষ্টিকর্তা
বলি না। সৃষ্টিকর্তা শুধু পরমেশ্বর ভগবান
শ্রীকৃষ্ণ।।
>> তারা প্রশ্ন রেখেছে, কৃষ্ণ কেন
স্নানরত নারীদের বস্ত্র চুরি করল??
উত্তরে বলব, সে সময় কৃষ্ণের বয়স ছিল মাত্র
বারো বছর। গোপিকারা কৃষ্ণের
দুষ্টামির জন্য তার বাবার কাছে
নালিশ করলে তিনি রাগ করে এই কাজ
করেন। এভাবেই তিনি বুঝিয়ে দেন
জলে স্থলে সর্বত্রই তার সমান অবস্থান।
তাই কেন আমরা জলে নামার সময় সম্পুর্ন
কাপড় খুলে স্নান করতে নামব?? বিশাল
একটা শিক্ষা তিনি দিয়ে দিলেন।।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................