এখন সাদিক খানকে এরা কাফের বলবে আবার একই সাথে বলবে লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান।
ইবনে সিনা শ্রেষ্ঠ মুসলিম চিকিৎসা বিজ্ঞানী। এই নিয়ে এদের গর্ব ও অহংকারের শেষ নাই। জামাত তো ইবনে সিনার নামে হাসপাতাল বানিয়েছে। আবার একই সাথে ইবনে সিনা একজন কাফের। শিয়া কাফের। সমসাময়িক মুসলিম দার্শনিক ইমাম গাজ্জালি ইবনে সিনাকে কাফের ঘোষণা করেছিল। কাজী নজরুল ইসলাম আবার ইসলামের কবি। নজরুলের গজল ছাড়া হুজুরদের ওয়াজ এবং মিলাদ মাহফিল হয় না। আবার একই সাথে নজরুল ইসলাম একজন কাফের। হিন্দু মেয়েকে বিয়ে ও শ্যামা সঙ্গীত লেখার কারণে। যখন যে তত্ত্ব প্রয়োজন হয় তখন সেটাই কাজে লাগায়। বাইন মাছের মত পিচ্ছিল এরা!
পৃথিবীতে দেড়শত কোটি মুসলমান এই নিয়ে এদের গর্বের শেষ নাই। কিন্তু এক গ্রুপ আর গ্রুপকে কাফের বলে হত্যা করতেও আবার এরা সেরা!
মুসলিম বিজ্ঞানী, মুসলিম চিকিৎসক, মুসলিম মেয়র অনেক শুনেছি। কিন্তু কোনদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি বিজ্ঞানী, চিকিৎসক, মেয়রের কথা শুনলাম না!
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................