#মহামৃত্যুঞ্জয়_মন্ত্র
ওঁ ত্র্যম্বকম য়যামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম । উর্বরুক মিব বন্ধনাৎ মৃত্যুরমুক্ষীয় মামৃতাত | | ঋগবেদ ৭/৫৯/১২
#সরলার্থঃ হে রুদ্র! তােমার বন্দনা করি । তুমি জন্ম,জীবন ও মৃত্যুত্রয়ীর জ্ঞানদৃষ্টির অধিকারী । তুমি আমাদের বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশ ও পুষ্টিকর খাদ্যের যােগানদাতা । তুমি সকল ভয়ঙ্করব্যধি হতে ত্রানকারী । আমাদের মৃত্যুর হাত থেকে মুক্তিদান কর , অমৃতত্ত্ব থেকে নয় ।
#সায়ণাচার্য বলেছেন, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি প্রত্যহ পাঠ করলে #শত_বছর_আয়ু লাভ করা যায়। তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং বিপদ থেকে মুক্তি লাভ করুন।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................