আবেগ নয় বিবেক

"আবেগ নয় বিবেক"

শ্রী দ্বারকাদ্বীশ মন্দির,সৌরাষ্ট্র, গুজরাট।।
ভারতীয় আর্কিওলজিক্যাল বিভাগের গবেষনায় এই মন্দির মূল ভিতকে খ্রীষ্টপূর্ব ৪০০০ অব্দের বলে স্বীকার করা হয়।এই মন্দিরের পাশে অবস্থিত আরব সাগরের তলদেশে মহাভারতের বর্ননা অনুযায়ী দ্বারকার রাজা শ্রী কৃষ্নের রাজভবনের ধবংসাবশেষ পাওয়া যায়।বর্তমান মন্দির ভবনটি একাধিক বার আক্রমন করে মুসলিম আক্রমণকারীরা।১৫০০সালে মাহমুদ খোরাইশি কতৃক আক্রমনের স্বীকার হয়ে ও ধ্বংস করা যায়নি এই মন্দিরের চূড়া। আর্কিওলজিক্যাল বিভাগের গবেষক এস মোহাম্মদ এর মতে প্রায় ১৭০০কোটি টাকার অলংকার লু্ঠন করে ওই বেজন্মা।১৮৫০সালে ব্রিটিশ কর্তৃক আবার ও আক্রমনের স্বীকার হয় এই মন্দির।
এই ঐতিহাসিক মন্দির তার বিজয় পতাকা উড়িয়ে একটাই শিক্ষা দেয়,"সত্যমেব জয়তে:"।। সংগৃহীত

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted