#গোমাতা_এবং_জুতা
*গরু যদি তোদের মা হয় তাহলে সেই মায়ের চামড়া দিয়ে তৈরি জুতা কি করে পায়ে পড়েন??এটা কি মায়ের অপমান করা নয় ?
#এই প্রশ্নের সম্মুখীন হননি এমন হিন্দু মনে হয় বাংলাদেশে খুব কম পাওয়া যাবে।
এই প্রশ্নের উত্তর কেউ এতদিন সরাসরি দিতে পারেন নি।যা দিয়েছেন সব ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর।
#সরাসরি উত্তরে বলবেন: গরুর চামড়া দিয়ে জুতা তৈরিই হয় না। তাই চামড়ার জুতা পায়ে পড়ি।
#বিস্তারিত: অনেকের ধারণা গরুর চামড়া দিয়ে জুতা, ব্যাগ,বেল্ট ইত্যাদি তৈরি হয়। আসলে সব প্রাণীর চামড়া দিয়ে সব চামড়াজাত পণ্য তৈরি হয় না। #জুতা তৈরি হয় #ছাগল এবং #ভেড়ার চামড়া দিয়ে। জুতার আউট সোল তৈরি হয় মহিষের চামড়া দিয়ে।আর হিন্দুরা গরুকে মাতৃ তুল্য বিবেচনা করে মাতা নয়।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................