#এক মুসলিম আলেমকে প্রশ্ন করেছেন, হিন্দুদের সাথে কি বন্ধুত্ব করা যাবে ??
#আলেম উওর দিয়েছেন, ইসলামের বিধান হল, কোনো হিন্দু তথা অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না। সূরা মায়েদা-৫১
#মুমিন:কোনো হিন্দু বা হিন্দু বন্ধু মারা গেলে আল্লাহর কাছে তার জন্য দোয়া বা শান্তি কামনা করা যাবে কি??
#আলেম: যত প্রিয় বন্ধু বা আত্মীয়-স্বজন হোক মুশরিকদের (যারা মূর্তি পূজা করেন আরবীতে তাকে মুশরিক বলে) জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা বা শান্তি কামনা করা যাবে না।এ বিষয়ে বিশ্বের কোনো আলেমদের দ্বিমত নেই। সূরা আত তওবা: ১১৩
#মুমিন: কোনো হিন্দু কে কি সালাম দেওয়া যাবে?
#আলেম: সালাম শুধু এক মুসলিম আরেক মুসলিমকে দিতে পারবে । কোনো হিন্দুকে সালাম দেওয়া যাবে না।এ বিষয়ে মোহাম্মদ স্পষ্ট ভাষায় বলেছেন। মুসলিম-২১৬৭
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................