ইসলাম আপনাকে কোন চোখে দেখে একবার দেখুন তো।

#যেসব_হিন্দু_বলে_হিন্দু_মুসলিম_ভাই_ভাই_তাদের_জন্য_এই_পোস্ট:

আপনারা কি কখনো কোরআন পড়েছেন?? না পড়ে থাকলে এই আয়াত গুলো পড়ুন এবং ভাবুন।

‘কাফির (তারা আল্লাহকে মানে না তাকে আরবীতে কাফির বলে)) মুশরিকদের ( মূর্তি পূজারীদের অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানদের আরবীতে মুশরিক বলে) সম্পর্কে কোরানে আছে........

(১) “নিশ্চয়ই সমস্ত প্রাণীর মাঝে মহান আল্লাহ পাক উনার নিকট কাফিররাই সবচেয়ে নিকৃষ্ট, যারা ঈমান আনেনি।” (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৫)

২) “নিশ্চয়ই কাফিররা মহান আল্লাহ তায়ালা সাথে শত্রুতা করে।” (পবিত্র সূরা বাকারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ৯৮)

৩) “তোমরা (মুসলমানরা) তোমাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবে প্রথমতঃ ইহুদীদেরকে অতঃপর মুশরিকদেরকে।” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮২)

৪) নিশ্চয়ই মুশরিকরা নাপাক বা অপবিত্র। (পবিত্র সূরা তাওবাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৮)

৫) “হে ঈমানদারগণ! তোমরা ইহুদী ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫১)

৬) হে ঈমানদারগণ! তোমরা মু’মিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না, তারা তোমাদের ক্ষতিসাধনে কোনো ক্রটি করে না-তোমরা কষ্টে থাকো, তাতেই তাদের আনন্দ। (পবিত্র সূরা আল ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১৮)

৭) (হে ঈমানদারগণ) দেখো, তোমরাই তাদের ভালোবাস, তারা (কাফিররা) কিন্তু তোমাদের প্রতি মোটেও মুহববত পোষণ করে না। (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১৯)

শুধু তাই নয় কাফির-মুশরিকদের সম্পর্কে কোরানে সাতশ’টি আয়াত আছে যাতে মুসলমানরা  কাফির, মুশরিকদের সাথে বন্ধুত্ব বা তাদের অনুসরণ অনুকরণ না করে। 
এরপরও কি বলবেন হিন্দু মুসলিম ভাই ভাই??

এবার বলি কোন মুসলিম যদি বলে যে এগুলো নেই তবে ধরে নেবে না হয় সে কুরআন জানেনা আর না সে আপনার সাথে ছলনা করছে।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted