তুরস্কের ভূমিকম্প আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঈমানী পরীক্ষা। কিন্তু হ্যাঁ, ভূমিকম্প যদি ফ্রান্সে হত তাহলে সেটা হয়ে যেত আল্লাহর গজব!
তারেক মাসুদ যখন সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আমার হুজুর বন্ধুরা তখন আমাকে বলেছিল, এটা সুস্পষ্টভাবে আল্লাহর গজব, কিন্তু যখন ইসলামিক নেতা আব্দুল্লাহ জাহাঙ্গীর সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তখন সেই বন্ধুরা আমাকে বলেছিল, এটা সুস্পষ্টভাবে শহীদি মৃত্যু।
যখন সুরঞ্জিত সেনগুপ্ত বার্ধক্যজনিত কারণে মারা গেলেন তখন হুজুররা বলেছিল, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা (চিরকাল জাহান্নামের আগুনে জ্বলুক), কিন্তু যখন তেঁতুল শফি বার্ধক্যজনিত কারণে মারা গেল তখন হয়ে গেল ‘ফি জান্নাতুল ফিরদাউস খালিদিনা ফিহা!’
যখন নুসরাত ফারিয়া আল্লাহ মেহেরবান গানে কোমর দুলিয়ে নৃত্য করছিল তখন হুজুররা তাঁকে ‘বেইমান কাফের’ ফতোয়া দিয়ে বয়কট করার ঘোষণা দিয়েছিল। কিন্তু যখন নুসরাত ফারিয়া ফ্রান্সের একটি ঘড়ি ফেলে দেয়ার ঘোষণা দিয়েছে তখন সেই মুমিনরাই হয়তো নুসরাত ফারিয়াকে আবেদা রাবেয়া বছরি আখ্যা দিচ্ছে!
যখন নিরপরাধ মেজর সিনহাকে পুলিশ কর্মকর্তা প্রদীপ এবং লিয়াকত গুলি করে হত্যা করেছে তখন আসিফ নজরুল হুজুর খুব একটা অবাক হননি, বরং তিনি অবাক হয়েছেন যখন মেজর সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথের একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। হয়তো আসিফ নজরুল হুজুর অবাক হয়েছেন এজন্য যে, হিন্দু হয়ে কেন নাচবে? মুমিনদের দেশে কেবল পেট দেখিয়ে ক্লিভেজ বের করে মুমিনারাই নাচবে, এবং সময়মতো ফ্রান্সকে বয়কট করবে। আর বুড়িকালে ক্যারিয়ার শেষে হজ্ব করে মাথায় হিজাব পরা শুরু করবে।
Post a Comment
যুক্তি সংগত কথা বলুন.................