দশ হরা' (দশেরা) মানে কি??

'দশ হরা' (দশেরা) একটি সংস্কৃত শব্দ,
যার অর্থ হল দশটি শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন করা।
সেই দশটি শত্রু হোল -

অহংকার (Ego)
অমানবতা (Cruelty)
অন্যায় (Injustice)
কামবাসনা (Lust)
ক্রোধ (Anger)
লোভ (Greed)
দম্ভ (Over Pride)
ঈর্ষা (Jealousy)
মোহ (Attachment)
স্বার্থপরতা (Selfishness)

তাই এই 'দশেরা', 'বিজয়া দশমী' নামেও পরিচিত।
যার অর্থ হোল, 'দশটি অপগুণের' বিরুদ্ধে 'বিজয়' অর্জন করা।

সবাইকে বিজয়া দশমী / দশেরার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই ও গুরুজনদের প্রনাম জানাই ।সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ।

0/Post a Comment/Comments

যুক্তি সংগত কথা বলুন.................

Stay Conneted